জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা টিকা নিবন্ধন

নোটিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন নেওয়ার জন্য একটি ফরম পূরণ করতে বলা হয়েছে। চলুন দেখি কিভাবে টিকার জন্য আবেদন করতে হয়
জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা টিকা নিবন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা টিকা নিবন্ধন | গত ৯ই জুলাই ২০২১ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা সংক্রান্ত অফিস আদেশ জারি করে একটি নোটিশ প্রদান করা হয়।

নোটিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন নেওয়ার জন্য একটি তথ্যছক(ফরম) পূরণ করতে বলা হয়েছে। চলুন আমরা নোটিশ এবং কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়র ছাত্র-ছাত্রীরা ফরম পূরণ করবেন তা জেনে নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা টিকা নিবন্ধন

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর সংক্রমণরোধ ও স্বাস্থ্যবুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহের জন্য বর্ণিত লিংক http://103.113.200.29/student_covidinfo/ এ প্রদত্ত ছক পূরণ করে আগামী ১২ই জুলাই ২০২১ (বর্ধিত সময় ১৯ই জুলাই ২০২১) তারিখের মধ্যে Submit করার জন্য বলা হলো।

বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরী বিবেচনায় অধিভুক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দকে স্ব স্ব কলেজের শিক্ষার্থীদের তথ্য ছক পূরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

National University Corona Vaccine Registration

শিক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশনা

যে কোন তথ্যের জন্য Email(formfillup.nu@gmail.com) এ যোগাযোগ করুন।

যাদের NID নাই তারা 12/07/2021 পর online এ দেখার জন্য অনুরোধ করা হলো।

অনার্স এর 2014-15, 2015-16, 2016-17, 2017-18, 2018-19, 2019-20 Session গুলোর data পাওয়া যাবে।

ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-19 টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহের নিমিত্তে বর্ণিত লিংক http://103.113.200.29/student_covidinfo/ -এ প্রদত্ত ছক পূরণ করার জন্য আগামী 19শে জুলাই 2021 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Corona Vaccine Registration Video Tutorial


Registration process

COVID-19 Vaccination Requirements

এখন আমরা দেখবো কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনা টিকার জন্য আবেদন করবেন। নিচের ধাপগুলো অনুসরণ করে আমরা করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবো। এর জন্য তিনটি জিনিসের প্রয়োজন হবে।

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার।
  • আপনার ব্যাক্তিগত মোবাইল নাম্বার।
  • আপনার এনআইডি কার্ডের নাম্বার।
আরো পড়ুন: How to download Corona Vaccine Card

Step One

কিভাবে নির্ভুলভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের করোনা টিকা নিবন্ধন করতে হয় তা ভালোভাবে বুঝতে উপরে থাকা ভিডিও টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখে নিন। ভিডিও দেখা শেষে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ভিডিও সেকশনে যেতে এখানে ক্লিক করুন

প্রথমে এখানে ক্লিক করে অথবা নিচের Apply Now বাটনে ক্লিক করে "কোভিড-19 টিকা নিবন্ধনের লক্ষ্যে শিক্ষার্থী তথ্য ছক" পূরণ করুন।
ফরমে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখুন। তারপর Next বাটনে ক্লিক করুন।


National University Student Corona Vaccine Registration

Step Two

Next বাটনে ক্লিক করার পর নিচের মতো একটি পেইজ আসবে।

  • এই পেইজে আপনার জন্মতারিখ (dd-mm-yyyy) ফরম্যাটে লিখুন। যেমন: 31-12-1990

  • এরপর যথাক্রমে আপনার সচল ব্যাক্তিগত মোবাইল নাম্বার ও আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার লিখুন।

  • Covid-19 vaccine taken? অপশনটির ক্ষেত্রে,
      করোনা টিকা না নিয়ে থাকলে 'No' সিলেক্ট করুন
      টিকা নিয়ে থাকলে 'Yes' সিলেক্ট করুন

  • Residential status? অপশনের ক্ষেত্রে, আপনি বর্তমানে হোস্টেল, মেস কিংবা বাসায়/বাড়িতে আছেন কি-না সে হিসেবে Hostel, Mess, Home যেকোনো একটি সিলেক্ট করুন।

  • সবশেষে আরেকবার পুরো তথ্যছক/ফরম পড়ে দেখুন এবং আপনার প্রদত্ত সব তথ্য সঠিক নিশ্চিত হওয়ার পর Submit বাটনে ক্লিক করুন।
NU Student Corona Vaccine Registration
National University Corona Vaccine Registration

Step Three

Submit বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার প্রদর্শন করে একটি কনফার্মেশন পেইজ আসবে।

এর মানে হচ্ছে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সফলভাবে করোনা টিকা রেজিস্ট্রেশনের আবেদন সম্পন্ন করেছেন।
NU Corona Vaccine Registration

করোনা টিকা নিবন্ধন বিষয়ক পরামর্শ

অনেকেই ফরম পূরণ করতে ভুল করছেন। নিচের বিষয়গুলো মাথায় রাখবেন।
  • ফরম পূরণের সময় সাবধানে ফরম পূরণ করবেন।
  • টিকা না নিয়ে থাকলে অবশ্যই NO সিলেক্ট করবেন।
  • একবার Submit করলে আর ভুল ঠিক করতে পারবেন না
  • যাদের NID নাই তারা ১২/০৭/২০২১ পর online এ দেখার জন্য অনুরোধ করা হলো।
  • ১২ই জুলাই ২০২১ এর মধ্যে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন।
  • সার্ভার ডাউন থাকলে রাতে চেষ্টা করবেন।
  • কোনো অবস্থাতেই ভুল করলে চলবে না।
  • অবশ্যই NID লাগবে। যাদের NID নেই, কিন্তু আইডি কার্ডের জন্য ছবি তুলেছেন তারা ভোটার স্লিপের মাধ্যমে অনলাইন কপি উত্তোলন করে NID নাম্বার পূরণ করবেন।
  • অযথা অন্য কিছু দিয়ে NID এর জায়গা পূরণ করবেন না। অনেকেই এখানে বার্থ সার্টিফিকেটের নাম্বার দিচ্ছেন যা অনুচিত। এতে আপনারই ঝামেলা হবে।
  • একবার ভুল তথ্য সাবমিট করলে আর কিছু করার থাকবে না। তাই ভুল তথ্য প্রদান করা থেকে বিরত থাকুন।
  • কারণ, এই টিকা নেওয়ার পর আপনাকে টিকা সনদ দেওয়া হবে। সেখানে আপনার দেওয়া তথ্যগুলোই লেখা থাকবে। তখন টিকা সনদে ভুল থাকলে আপনি ভবিষ্যতে নানা বিড়ম্বনায় পড়তে পারেন। যেমন: বিদেশ গমনের ক্ষেত্রে।
  • টিকা নিতে হবে সবারই। (এমনও তো হতে পারে যে, টিকা না নিলে পরীক্ষায় বসতে দেবে না! এটা আমার ধারণা থেকে বললাম। )
  • টিকা নিবো না এমন চিন্তা পোষণ করবেন না।
  • নিজ ও জাতীয় স্বার্থে আমাদের সবার টিকা নেওয়া উচিত।
  • যে কোন তথ্যের জন্য Email(formfillup.nu@gmail.com) এ যোগাযোগ করুন।

Question and Answer (QnA)

প্রশ্ন: আমি তো এখনো রেজিস্ট্রেশন কার্ড পাই নি। কিভাবে করোনা ভ্যাক্সিনের জন্য নিবন্ধন করব?
উত্তর: রেজিস্ট্রেশন কার্ড ছাড়া করোনা ভ্যাক্সিনের জন্য নিবন্ধন করা যাবে না। অপেক্ষা করুন। যদি কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় তাহলে করতে পারবেন।

প্রশ্ন: যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা কি করবে? জন্মনিবন্ধন দিলে কি হবে?
উত্তর: না, হবে না। জাতীয় পরিচয় পত্র লাগবে। ১২ই জুলাইয়ের পর যাদের জাতীয় পরিচয় পত্র নেই তাদের রেজিস্ট্রেশন চালু করার কথা থাকলেও ওয়েবসাইটে ভিজিট করে দেখা গেছে যে তা এখনো কার্যকর করেনি জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন: আমি ভুলবশত covid-19 vaccine taken? No সিলেক্ট না করে Yes করেছি। এখন এর সংশোধন করার উপায় আছে কি?
উত্তর: না, নাই। তবে আপনি তাদের মেইল করতে পারেন। ভবিষ্যতে যদি কর্তৃপক্ষ এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় তাহলে জানা যাবে। কিভাবে মেইল করবেন?

প্রশ্ন: একবার ভুল হলে কি কোনভাবেই সংশোধনযোগ্য না?
উত্তর: না, সংশোধনযোগ্য না।
তবে যারাই ভুল করেছেন। তারা খুব তাড়াতাড়ি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইমেইল-এ আপনার ভুল তথ্য ও সঠিক তথ্য দিয়ে সাথে আপনার কলেজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ভর্তি সেশন, লিখে ই-মেইল করুন৷ বিস্তারিত দেখুন এখানে

প্রশ্ন: আমার NID আইডি কার্ড নেই। আমি কি করতে পারি?
উত্তর:যাদের NID নাই তারা ১২/০৭/২০২১ পর online এ দেখার জন্য অনুরোধ করা হলো। এছাড়াও যদি আপনি ভোটার তালিকার জন্য ছবি তুলে থাকেন তাহলে এখান থেকে অনলাইন কপি সংগ্রহ করুন

প্রশ্ন: আমি রেজিস্ট্রেশন করতে গেলে "data not found" দেখায়। কি করবো?
উত্তর: আপনার রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যায়নি মানে, আপনার কিছু করার নেই অপেক্ষা করা ছাড়া। কেননা, এখানে শুধু অনার্স এর 2014-15, 2015-16, 2016-17, 2017-18, 2018-19, 2019-20 Session গুলোর data পাওয়া যাবে। যদি পরবর্তীতে আপনার সেশনের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ পায় তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন।

প্রশ্ন: আমি বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। কিন্তু রেজিস্ট্রেশন কার্ড পাই নি। আমি কি করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবো?
উত্তর: আপনার রেজিস্ট্রেশন নাম্বার পান নি। মানে, কিছু করার নেই অপেক্ষা করা ছাড়া। একটা কাজ করতে পারেন, আপনার অনার্সের রেজিস্ট্রেশন কার্ড দিয়ে ট্রাই করে দেখতে পারেন। কেননা, এখানে অনার্স এর 2014-15, 2015-16, 2016-17, 2017-18, 2018-19, 2019-20 Session গুলোর data পাওয়া যাচ্ছে। আপনার সেশনের সাথে মিল থাকলে চেষ্টা করে দেখুন। যদি হয়ে যায়! না হলে, পরবর্তীতে আপনার সেশনের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ পায় তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন।


আর্টিকেলটির মাধ্যমে আপনি উপকৃত হলে অবশ্যই শেয়ার করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

2 comments

  1. Unknown
    Unknown
    Dear sir/madam I wanted to apply for the covid 19 vaccine but.Showing me the website Not Available.Please let me know if the registration schedule is over.
    And how can I do that if the deadline is over.
    1. Qna Express
      Qna Express
      Corona vaccine registration deadline has expired by the National University. If you are over 25 years old, register at surokkha.gov.bd.
Commenting rules:

Feel free to ask if you have any queries or doubts regarding this article. Don't try to spam. Our team reviews every comment before publishing