অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২১

অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২১ | ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরমপূরণ, ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন, ফি ও অন্যান্য কাগজপত্র জমাদানের তারিখ নিম্নলিখি

অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২১। ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরমপূরণ, ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন, ফি ও অন্যান্য কাগজপত্র জমাদানের তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী সংশোধন করা হলো।

Honours 2nd year Form Fill up 2021

অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২১

২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপের সময়সীমা ১৫ই জুলাই ২০২১ থেকে শুরু হয়ে ২২শে আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত কার্যকর ছিলো।

চলুন দেখে নেই কিভাবে খুব সহজে ঘরে বসেই অনার্স ২য় বর্ষের ফর্ম ফিলাপ করা যায়। ফর্ম ফিলাপ করতে প্রথমেই আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিলাপ পোর্টালে ভিজিট করতে হবে। ভিজিট করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন। অনার্স ফর্ম ফিলাপ পোর্টালের লিঙ্ক: http://nubd.info/honours/

অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২১
  • ফরম ফিলাপ শুরু: ১৫ই জুলাই ২০২১
  • ফরমপূরণের শেষ তারিখ: ২২শে আগস্ট ২০২১
  • ২য় বর্ষ (২০২০) ফর্ম ফিলাপ লিঙ্ক: http://103.113.200.28/202_2020_R/
honours second year form fillup 2020

উক্ত পরীক্ষায় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৭-২০১৮, ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন শিক্ষার্থীগণ এবং ২০১৩-২০১৪ (৪র্থ বর্ষে Promoted), ২০১৪-২০১৫ (৩য় বর্ষে Promoted) ২০১৫-২০১৬ (২য় বর্ষে Promoted) শিক্ষাবর্ষের Promoted শিক্ষার্থীগণ (শুধুমাত্র F গ্রেড প্রাপ্ত কোর্সে) অংশগ্রহণ করতে পারবে।

ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্য বিধি অবশ্যই মেনে চলতে হবে।

ফরম পূরণের সংশোধিত সময়সূচি
  • আবেদন ফরমপূরণের শেষ তারিখ: ২২/০৮/২০২১ ইং (রবিবার)
  • ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ: ২৩/০৮/২০২১ ইং (সোমবার) রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত
  • সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শুরু ও শেষ তারিখ: ২৪/০৮/২০২১ ইং (মঙ্গলবার) সকাল ১০:০০টা থেকে ২৬/০৮/২০২১ ইং (বৃহস্পতিবার) বিকাল ০৪:০০ টা পর্যন্ত
  • বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র জমা দানের শেষ তারিখ: ২৯/০৮/২০২১ ইং (রবিবার)

জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অন্যান্য আর্টিকেল


জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ফর্ম ফিলাপ করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো বর্ষের শিক্ষার্থীদের ফর্ম ফিলাপ করার জন্য একই নিয়ম প্রযোজ্য। এই নিয়মগুলো ফলো করলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ফর্ম ফিলাপ করতে পারবেন।

তার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কোর্সের ফর্ম ফিলাপ লিঙ্কগুলো দেখে নিন। এখান থেকে আপনার কোর্স অনুযায়ী, পাশে থাকা লিংকে ক্লিক করে, আপনার বর্ষ অনুযায়ী ফর্ম ফিলাপ করতে পারবেন।

Name of Exam Form Fill-up Link
Degree Apply Now
Honours Apply Now
Professionals Apply Now
Masters Apply Now

উপরে আপনার কোর্স অনুযায়ী লিঙ্কে ক্লিক করার পর, আপনার পরীক্ষার সাল উল্লেখসহ আপনার বর্ষ দেখতে পারবেন। (যেমন: ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ)। এরপর, আপনার বর্ষ আর পরীক্ষার সাল উল্লেখ থাকা সেকশনের Apply to Online Form Fill-up (For Students) বাটনে ক্লিক করবেন। এবার, নিচের ধাপগুলো ফলো করুন।

  • Step One - Registration No.
  • Step Two - Student Information.
  • Step Three - Compulsory Subject.
  • Step Four - Select Optional Subject.
  • Step Five - Submit.

Step One - Registration No.

উপরে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এই রকম একটা ইন্টারফেজ আসবে। এখানে আপনার অনার্সের রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে NEXT বাটনে ক্লিক করুন।

honors 2nd year form fill up

Step Two - Student Information

NEXT বাটনে ক্লিক করার পর, পরবর্তী ধাপে আপনার সচল মোবাইল নাম্বার লিখুন।

nu form fill up

Step Three - Compulsory Subject

এখানে আপনার Compulsory Subject বা মেজর সাবজেক্টগুলোর তালিকা স্বয়ংক্রিয় ভাবেই আসবে।

honors 2nd year form fill up 2021

Step Four - Select Optional Subject

খেয়াল করুন এখানে কোনো সাবজেক্ট উল্লেখ নেই! কিন্তু, সাবজেক্ট সিলেক্ট করার তিনটি অপশন রয়েছে। এই অপশনে আপনি আপনার Optional Subject বা নন-মেজর সাবজেক্টগুলো বাছাই করতে পারবেন।

honors 2nd year form fill up

অপশনাল বা নন-মেজর সাবজেক্টগুলো বাছাই করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। বিষয় কোড ও বিষয়ের নাম ভালোভাবে দেখে, নিশ্চিত হওয়ার পর বিষয় সিলেক্ট করুন এবং সর্বশেষে SUBMIT বাটনে ক্লিক করুন।

honors 2nd year form fill up 2021

আপনার প্রাথমিক কাজ শেষ। SUBMIT বাটনে ক্লিক করার পর পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এটি প্রিন্ট করে কলেজে যোগাযোগ করুন এবং আপনার বেতন ও ফর্ম ফিলাপ ফি পরিশোধ করে ফর্ম ফিলাপ নিশ্চিত করুন।



ট্যাগসমূহ:
NU Form Fill Up, nu form fill up mba, nu form fill up masters, nu form fill up degree, nu form fill up honours.

Post a Comment

Commenting rules:

Feel free to ask if you have any queries or doubts regarding this article. Don't try to spam. Our team reviews every comment before publishing