কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ | College Admission 2022: আপনি HSC কলেজ ভর্তি 2022 এর জন্য অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারেন। কলেজে ভর্তির আবেদন শুরু হবে ০৮ই জানুয়ারী ২০২০০ থেকে ১৫ই জানুয়ারী ২০২২ রাত ১০:৫৯ পর্যন্ত। কলেজে ভর্তি আবেদন করার আগে আপনি এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন। এছাড়াও, ভর্তি নির্দেশনা ডাউনলোড করতে পারেন।
কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ | College Admission 2022
XI Class Admission Online Apply 2021-2022
XI Class Admission Online Apply 2021-2022 - www.xiclassadmission.gov.bd/At a Glance:
College Admission Online Apply | SESSION 2021–2022 |
---|---|
College Admission Link | http://www.xiclassadmission.gov.bd// |
Online Application Start: | 08 January 2022 |
Deadline Application: | 15 January 2022 at 11:59 PM |
Application Fee: | 150 Taka. |
XI Class Admission Result publish 1st Merit list: | 29 January 2022 |
College Selected list: | 30 January to 06 February 2022 |
2nd Time College Migration and Application: | 24 February 2022 |
1st Migration Result Merit list: | 10 February 2022 |
3rd Time College Migration and Application: | 13 February 2022 |
2nd Migration Result: | 15 February 2022 |
Class Start: | 02 March 2022 |
কলেজ ভর্তি যোগ্যতা ২০২২
বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯,২০২০ ও ২০২১ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন।
কলেজ ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
-
কলেজ ভর্তি ২০২২ সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী এবং ফলাফলের জন্য নির্ধারিত ওয়েবসাইট http://www.xiclassadmission.gov.bd/ এবং স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে।
-
সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ/মাদ্রাসা) আবেদনের জন্য ১৫০ টাকা আবেদন ফি প্রযোজ্য হবে।
-
ইন্টানেটের মাধ্যমে আবেদনের জন্য নগদ/সোনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/উপায়/রকেট-এর মাধ্যমে ১৫০ টাকা প্রদান করতে হবে।
-
কোনো শিক্ষার্থীর আবেদনে পূরণকৃত তথ্য অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন/চূড়ান্ত ভর্তি বাতিল করা হতে পারে।
-
প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থীকে নিজের অথবা অভিভাবকের একটি মোবাইল নম্বর দিতে হবে, যেটি শিক্ষার্থীর Contact Number হিসেবে বিবেচিত হবে।
Contact Number-টি শিক্ষার্থীর জন্য অতীব গুরুত্বপূর্ণ কেননা পরবর্তীতে শিক্ষার্থীর সাথে সকল প্রকার যোগাযোগ ও আবেদনের জন্য কিংবা আবেদন সংশোধনের জন্য এই Contact Number-টির প্রয়োজন হবে।
-
প্রয়োজনীয় অর্থ পরিশোধ করার সময় শিক্ষার্থী নিজের অথবা অভিভাবকের যে মোবাইল নম্বর প্রদান করেছেন সেটি সাবধানে পূরণ করতে হবে। কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভর্তি সম্পর্কিত সকল তথ্য এই নম্বরে পাঠানো হবে। এই নম্বরের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হওয়া অত্যাবশ্যক। অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে এবং তাঁর (যাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করছেন) সাথে শিক্ষার্থীর সম্পর্ক উল্লেখ করতে হবে । ভর্তির সময় পূরণকৃত জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করা হতে পারে এবং জাতীয় পরিচয়পত্র নম্বর (অভিভাবকের) পূরণ করা থাকলে ভর্তি প্রক্রিয়া সহজতর হবে।
-
একাধিক শিক্ষার্থীর আবেদনে একই Contact Numberব্যবহার করা যাবে না অর্থাৎ ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর Contact Number ভিন্ন ভিন্ন হতে হবে। Contact Number টি পরিবর্তন করা যাবেনা, তাই এক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এটি ভুল না হয়।
-
শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের শিফট/ভার্সন/গ্রুপ অনুযায়ী পছন্দক্রম প্রযোজ্য হবে। ইন্টারনেটে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের পছন্দক্রম সরাসরি এন্ট্রি করতে পারবেন।
-
ফলাফল প্রদানের পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে সর্বোচ্চ ৫ বার কলেজের পছন্দক্রম ও কলেজ পরিবর্তন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদনের তারিখ ০৮ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারী। তবে প্রাথমিক নিশ্চায়নের পর আর কোন পরিবর্তন করা যাবে না।
-
৩টি পর্যায় কলেজে ভর্তির ফলাফল প্রকাশ করা হবে। একজন শিক্ষার্থীকে তার মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমানুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ২২৮/- টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবেন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২ বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে।
প্রযোজ্য ক্ষেত্রে, মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে।
-
পছন্দক্রম পরিবর্তন: একজন আবেদনকারী সর্বোচ্চ ৫ বার কলেজের পছন্দক্রম এবং কলেজ পরিবর্তন করতে পারবেন।
কলেজ ভর্তি ২০২২ কোটা নির্ধারণ
মুক্তিযোদ্ধা কোটা (FQ)
মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের জন্য কোটায় (FQ) ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী তথ্য-ছকের নির্দিষ্ট স্থানে FQ কোটা Select করবেন। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ পত্র থাকতে হবে এবং পরবর্তীতে কলেজ/মাদ্রাসা কর্তৃক যাচাইকরণ হবে বিধায় কোটার অপশন দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
বিশেষ কোটা (SQ)
যে সকল প্রতিষ্ঠানে বিশেষ কোটা (SQ) অনুমোদিত আছে- সে সকল প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সন্তানগণ এই বিশেষ কোটার জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন চলাকালীন সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজসমূহ ইন্টারনেটে বিশেষ কোটা আবেদনকারীদের আবেদন নিশ্চিত করবেন।
All Board Wise College List
বাংলাদেশের সকল কলেজের তালিকা এখানে দেওয়া আছে। আপনি আপনার বোর্ড অনুযায়ী কোন কলেজে আবেদন করতে কত GPA লাগতে পারে, তা দেখে নিতে পারেন।
Board Name | College List |
---|---|
Dhaka Board College List | PDF Download |
Cumilla Board College List | PDF Download |
Rajshahi Board College List | PDF Download |
Jashore Board College List | PDF Download |
Chattogram Board College List | PDF Download |
Barishal Board College List | PDF Download |
Sylhet Board College List | PDF Download |
Dinajpur Board College List | PDF Download |
Madrasah Board College List | PDF Download |
Mymensingh Board College List | PDF Download |
HSC Admission 2021-2022
আপনি যদি এইচএসসি ভর্তি বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তবে এইচএসসি ভর্তি নির্দেশিকাটি পড়ুন।
কলেজ ভর্তি ফলাফল ২০২২
ফলাফল প্রকাশের পর নির্দিষ্ট তারিখে শিক্ষার্থীদেরকে SMS -এর মাধ্যমে ফলাফল জানানো হবে এবং একই সাথে SMS-এ একটি গোপনীয় Security Code প্রদান করা হবে। এই Security Code-টি চূড়ান্ত ভর্তি নিশ্চায়নের জন্য সংরক্ষণ করতে হবে। এছাড়াও, ভর্তির ওয়েবসাইট http://www.xiclassadmission.gov.bd/ থেকে ভর্তির বিস্তারিত ফলাফল সংগ্রহ করা যাবে।
College Admission FAQ
How do you apply for college admissions?
XI Class Admission Online Application at http://www.xiclassadmission.gov.bd/. You can apply online for HSC College Admission 2022 via official website www xiclassadmission gov bd.
How do I get HSC admission 2022?
Firstly go to the HSC Admission System website named xiclassadmission.gov.bd. Now click on the “Apply Now” button. Candidates will get a form with a complete profile of the admitted candidates if the information is correct after inputting SSC or Equivalent roll number, passing year, and registration number.
ট্যাগসমূহ:
HSC | College | Admission | HSC Admission | College Admission | College Admission Circular 2022 | xiclassadmission.gov.bd | এইচএসসি | কলেজ | কলেজ ভর্তি | এইচএসসি ভর্তি | ভর্তি বিজ্ঞপ্তি | কলেজ ভর্তি বিজ্ঞপ্তি | এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি |
একাদশ শ্রেণী কলেজ ভর্তি বিজ্ঞপ্তি | একাদশ শ্রেণী ভর্তি | কলেজ ভর্তি আবেদন | এইচএসসি কলেজ ভর্তির আবেদন ২০২২ | কলেজ ভর্তির গুরুত্বপূর্ণ তথ্য | একাদশ শ্রেণি ভর্তি নির্দেশিকা | কলেজের ভর্তির আবেদন।