অফার মেসেজ বন্ধ করার নিয়ম

অফার মেসেজ বন্ধ করার নিয়ম। সিম কোম্পানিগুলো যাতে আপনাকে অফার মেসেজ না পাঠাতে পারে, আপনি চাইলে সে ব্যবস্থা নিতে পারেন। দেশের সব সিমের প্রোমোশনাল মেসেজ
অফার মেসেজ বন্ধ করার নিয়ম

অফার মেসেজ বন্ধ করার নিয়ম

অফার মেসেজ বন্ধ করার নিয়ম। সিম কোম্পানিগুলো যাতে আপনাকে অফার মেসেজ না পাঠাতে পারে, আপনি চাইলে সে ব্যবস্থা নিতে পারেন। দেশের সব সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায় নিয়ে এই পোস্টে আলোচনা করা হয়েছে। আবার কীভাবে চালু করতে পারবেন সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।

টেলিকম অপারেটরদের থেকে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরণের মেসেজ পেয়ে থাকি, এগুলোকে অফার মেসেজ বা প্রোমোশনাল মেসেজ বলা হয়। এসব মেসেজের মধ্যে কিছু অফার কাজে আসলেও অধিকাংশই আমাদের প্রয়োজন হয় না। উল্টো অতিরিক্ত অফার মেসেজ আমাদের বিরক্তবোধের কারণ হয়ে দাঁড়ায়।

কীভাবে অফার ম্যাসেজ চালু বা বন্ধ করবেন, তা জানতে মনোযোগ দিয়ে পুরো পোস্টটি পড়ুন।

You May Read Also: How to Turn off Promotional Messages

জিপি মেসেজ বন্ধ করার নিয়ম

জিপি সিমের অফার মেসেজ বন্ধ করতে *121*1101# ডায়াল করুন। আবার, জিপির প্রোমোশনাল মেসেজ চালু করতে *121*1102# ডায়াল করা লাগবে।

বাংলালিংক অফার মেসেজ বন্ধের নিয়ম

দুইভাবে বাংলালিংক সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করা যায়। SMS বা USSD কোড ডায়াল করে আপনি বাংলালিংকের অফার ম্যাসেজ বন্ধ করতে পারবেন।

  • SMS পদ্ধতি: মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OFF এরপর মেসেজটি পাঠিয়ে দিন 6121 নাম্বারে। (**ফি প্রযোজ্য নয়।)
  • USSD কোড: বাংলালিংক নাম্বার থেকে *121*8*6# ডায়াল করে, এরপর 2 লিখুন।

রবি সিমের অফার মেসেজ বন্ধ করুন

রবি সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে – *7# ডায়াল করুন, 2 লিখে রিপ্লাই করুন। একইভাবে *7# ডায়াল করে 3 লিখে রিপ্লাই করলে, রবি সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু করতে পারবেন।

রবি এবং এয়ারটেল সিমে বিরক্তিকর SMS আসা বন্ধ করার কোড একই ধরণের।

এয়ারটেল সিমের প্রোমোশনাল SMS বন্ধের উপায়

এয়ারটেল সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে চাইলে, উল্লিখিত রবি সিমের মেসেজ বন্ধ করার নিয়ম ফলো করলেই হবে। মানে, *7# ডায়াল করে, 2 লিখে রিপ্লাই করুন।

টেলিটক সিমের অফার মেসেজ বন্ধ

টেলিটক সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে – *155# ডায়াল করে, 1 লিখে রিপ্লাই করুন। একইভাবে *155# ডায়াল করে 2 লিখে রিপ্লাই করলে, টেলিটক সিমের সকল অফার মেসেজ চালু করতে পারবেন।


সকল অফার মেসেজ বন্ধ ও চালু করার উপায়

  • জিপির অফার মেসেজ বন্ধ করতে *121*1101# এই নম্বর ডায়াল করতে হবে। আবার চালু করতে চাইলে *121*1102# এই নম্বরে ডায়াল করতে হবে।
  • বাংলালিংক সিমের অফার মেসেজ বন্ধ করতে *121*8*6# ডায়াল করতে হবে, এরপর 2 লিখে রিপ্লাই করতে হবে। চালু করতে *121*8*6# ডায়াল করতে হবে, এরপর 1 লিখে রিপ্লাই করতে হবে।
  • রবি ও এয়ারটেলের অফার মেসেজ বন্ধ করতে *7# নম্বরে ডায়াল করে, 2 লিখে রিপ্লাই করতে হবে। আবার চালু করতে চাইলে, *7# নম্বরে ডায়াল করে, 3 লিখে রিপ্লাই করতে হবে।
  • টেলিটক গ্রাহকরা অফার মেসেজ বন্ধ করতে *155# ডায়াল করে, এরপর 1 রিপ্লাই করবেন। আর চালু করতে *155# ডায়াল করে, 2 রিপ্লাই করবেন।

প্রমোশনাল মেসেজ আসা বন্ধ করতে বা অফার মেসেজ চালু করতে নিচের দুইটি ছক দেখতে পারেন। এখানে সুন্দরভাবে সব তথ্য একসাথে দেওয়া আছে।

অফার মেসেজ বন্ধ করুন

অফার মেসেজ বন্ধ করবো কীভাবে?
জিপির অফার মেসেজ বন্ধ করতে *121*1101# এই নম্বর ডায়াল করতে হবে। বাংলালিংক সিমের অফার মেসেজ বন্ধ করতে *121*8*6# ডায়াল করতে হবে, এরপর 2 লিখে রিপ্লাই করতে হবে। রবি ও এয়ারটেলের অফার মেসেজ বন্ধ করতে *7# নম্বরে ডায়াল করে, 2 লিখে রিপ্লাই করতে হবে। টেলিটক গ্রাহকরা অফার মেসেজ বন্ধ করতে *155# ডায়াল করে, এরপর 1 রিপ্লাই করবেন।

দেশের সমস্ত সিম কোম্পানি থেকে বিরক্তিকর সকল অফার মেসেজ বন্ধ করতে ডায়াল করতে হবে এমন ডায়াল কোডগুলি দেখুন৷

অফার মেসেজ বন্ধ করার কোড
টেলিকম কোম্পানি ডায়াল কোড
গ্রামীণ ফোন *121*1101#
বাংলালিংক *121*8*6#
▪ এরপর 2 লিখুন
রবি *7#
▪ এরপর 2 লিখুন
এয়ারটেল *7#
▪ এরপর 2 লিখুন
টেলিটক *155#
▪ এরপর 1 লিখুন

অফার মেসেজ চালু করুন

অফার মেসেজ চালু করবো কীভাবে?
জিপির অফার মেসেজ চালু করতে চাইলে *121*1102# এই নম্বরে ডায়াল করতে হবে। বাংলালিংক সিমের অফার মেসেজ চালু করতে *121*8*6# ডায়াল করতে হবে, এরপর 1 লিখে রিপ্লাই করতে হবে। রবি ও এয়ারটেলের অফার মেসেজ চালু করতে *7# নম্বরে ডায়াল করে, 3 লিখে রিপ্লাই করতে হবে। টেলিটক গ্রাহকরা তাদের অফার মেসেজ চালু করতে *155# ডায়াল করে, 2 রিপ্লাই করবেন।

আপনার ফোনে অফার মেসেজ চালু করতে চাইলে নিম্নোক্ত USSD ডায়াল কোডগুলি দেখুন৷

অফার মেসেজ চালু করার কোড
টেলিকম কোম্পানি ডায়াল কোড
গ্রামীণ ফোন *121*1102#
বাংলালিংক *121*8*6#
▪ এরপর 1 লিখুন
রবি *7#
▪ এরপর 3 লিখুন
এয়ারটেল *7#
▪ এরপর 3 লিখুন
টেলিটক *155#
▪ এরপর 2 লিখুন

আপনি এই পোস্টের মাধ্যমে উপকৃত হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি কি আপনার ফোনের অফার মেসেজ বন্ধ করেছেন? না-কি চালু রেখেছেন? কমেন্টে জানাবেন কিন্তু!

2 comments

  1. sorol manus
    sorol manus
    g00d article
    1. Qna Express
      Qna Express
      ধন্যবাদ ভাই! কিউএনএ বাংলার সাথেই থাকুন। ❤️
Commenting rules:

Feel free to ask if you have any queries or doubts regarding this article. Don't try to spam. Our team reviews every comment before publishing