Bangladesh Ordnance Factories Job Circular 2022 | ১৩৮ পদের বিপরীতে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। গত ১লা এপ্রিল ২০২২ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ৩০শে এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা গাজীপুরে অবস্থিত। এটি বাংলাদেশ সেনাবাহিনীর বৃহত্তম সামরিক কারখানা প্রতিষ্ঠান। এছাড়াও বিওএফ দেশের একমাত্র অস্ত্র কারখানা। যেখানে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জাম তৈরি করা হয়ে থাকে।
Bangladesh Ordnance Factories Job Circular 2022
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে, বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নিম্নেবর্ণিত ১৩৮টি শূন্য পদ সমূহে নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র আহবান করা হয়েছে।
- প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
- পদ সংখ্যাঃ ১৩৮ টি
- আবেদন প্রক্রিয়াঃ অনলাইন
- আবেদন শুরুঃ ১ এপ্রিল ২০২২
- আবেদনের শেষ তারিখঃ ৩০ এপ্রিল ২০২২
- বয়স সীমাঃ ১৮ থেকে ৩০ বছর
- অ্যাপ্লাই লিঙ্কঃ http://bof.teletalk.com.bd/
- বিওএফ ওয়েবসাইটঃ http://www.bof.gov.bd/
BOF Online Apply 2022
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে।
Important information at a glance | |
---|---|
Organization Name: | Bangladesh Ordnance Factories (BOF) |
Short Name: | BOF |
Application Start Date: | April 1, 2022 |
Application End Date: | April 30, 2022 |
Status: | Live |
Adv No: | 23.27.0000.117.13.001.21 |
Web Link: | http://bof.teletalk.com.bd/ |
Type: | Government Job |
Additional Information | |
Job Location | Gazipur |
No. of Vacancies | 138 |
Job Nature | Full time |
Duty Time | 07:00 AM – 02:10 PM** |
Job Type | Govt Jobs |
Gender | Anyone can apply |
Age Limitation | 18–30 years |
Qualification | Graduate pass–JSC pass |
Experience | See recruitment |
Salary | ৮২৫০–৩০২৩০৳ |
Published Date | ১লা এপ্রিল ২০২২ |
Application Deadline | ৩০শে এপ্রিল ২০২২ |
Official Website | http://www.bof.gov.bd/ |
BOF Online Apply Link | http://www.bof.teletalk.com.bd/ |
BOF Current Job Circular 2022
বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দেখে নিন। বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আপনার জেলা ও কোটা মিলিয়ে আবেদন করুন।
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমূহ
১। পদের নামঃ অফিস সুপারেনটেনডেন্ট
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
গ্রেডঃ ১১তম
যোগ্যতাঃ স্নাতক/সমমান।
২। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমান।
৩। পদের নামঃ মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক/ সমমান।
৪। পদের নামঃ গোডাউন কিপার
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমান।
৫। পদের নামঃ ড্রাইভার
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেডঃ ১৬
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান।
৬। পদের নামঃ জুনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যাঃ ৫৫ টি
বেতনঃ ৮৫০০-২০৫৭০ টাকা
গ্রেডঃ ১৯
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান।
৭। পদের নামঃ ফায়ারম্যান
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৮৫০০-২০৫৭০ টাকা
গ্রেডঃ ১৯
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান।
জেলাঃ ঢাকা, চাঁদপুর।
৮। পদের নামঃ নিরাপত্তাকর্মী
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৮৫০০-২০৫৭০ টাকা
গ্রেডঃ ১৯
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান।
জেলাঃ মানিকগঞ্জ, হবিগঞ্জ
৯। পদের নামঃ টেকনিক্যাল হেলপার
পদ সংখ্যাঃ ৪৩ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান।
১০। পদের নামঃ আর্দালি
পদ সংখ্যাঃ ৩ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান।
১১। পদের নামঃ দারোয়ান
পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমান।
১২। পদের নামঃ মালি
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
১৩। পদের নামঃ লেবার
পদ সংখ্যাঃ ১১ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০
যোগ্যতাঃ অষ্টম শ্রেণি।
১৪। পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
গ্রেডঃ ২০
যোগ্যতাঃ অষ্টম শ্রেণি।
প্রার্থীর বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ এপ্রিল ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযুদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর।
আবেদন ফি
একজন আবেদনকারী প্রার্থীকে ফি বাবদ ১-৮ নং পদের জন্য ১১২ টাকা এবং ৯-১৪ নং পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। (ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ও ৮ -এ বর্ণিত পদসমূহের জন্য ১১২/- টাকা এবং ক্রমিক নং ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ -এ বর্ণিত পদের জন্য ৫৬/- টাকা)
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরু হবে ১ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১০.০০ টা হতে এবং আবেদন শেষ হবে ৩০ এপ্রিল ২০২২ তারিখ বিকাল ৫.০০ টায়।
আবেদন করার পদ্ধতি
প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রার্থীকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার আবেদন এর ওয়েবসাইটে (bof.teletalk.com.bd) গিয়ে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
বিওএফ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এ উল্লেখিত শর্তাবলী
১। ৩০ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ৫নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে।
২। সরকারি আধা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।
৩। নিয়োগের ক্ষেত্রে সরকারী বিধি-বিধান অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে । এছাড়াও বিদ্যমান বিধি-বিধানে সরকার কর্তৃক কোন সংশোধনী জারী করা হলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে। এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
৪। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র, অভিজ্ঞতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউ্সিলর/পৌরসভার মেয়র/ পৌরসভার ওয়ার্ড কাউ্সিণর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকতৃ সনদ, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ, মুক্তিযোদ্ধার পুত্র / কন্যার পুত্র / কন্যার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে সংশিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর /পৌরসভার মেয়র/পৌরসভার ওয়ার্ড কাউঙ্সিলর /ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত মূল প্রত্যয়নপত্র, এতিমখানা নিবাসী, শারীরিক প্রতিবন্ধী, উপজাতি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সকল কাগজপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে ।
৬। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে । তবে ১, ২ ও ৫ নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
৭। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্বাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন্/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন ।
৮। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবেন না।
৯। আবেদনকারী যদি কোন তথ্য গোপন করে এবং পরবতীতে তা সনাক্ত হয় সেক্ষেত্রে আইনানুায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার নিয়োগাদেশ বাতিল করা হবে । অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোরতি বা অন্য কোন বৈধ সুযোগ দাবী করলে তা গ্রহণযোগ্য হবে না।
১১। Online -এ আবেদন করতে কোন সমস্য হলে যে কোন টেলিটক নম্বর হতে ১২১ এ অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে হবে।
১২। বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ওয়েবসাইটে (www.bof.gov.bd) এ নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে এবং নিয়োগের ফলাফলসহ যাবতীয় তথ্যাদি সময়ে সময়ে হালনাগাদ করা হবে।
১৩। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
কীভাবে আবেদন ফরম পূরণ করবেন
ক। পরীক্ষায় অংশথহণে ইচ্ছুক ব্যাক্তি http://bof.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সয়মসীমাঃ
- (১) Online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১ এপ্রিল ২০২২, সকাল ১০.০০টা।
- (২) Online -এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২২, বিকাল ০৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ। আবেদনপত্রে প্রার্থী তাঁর স্থাক্ষর (দৈর্ঘ্য ৩০০px x প্রস্থ ৮০px) এ রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০px x প্রস্থ ৩০০px) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সবেচ্চি 100kb ও স্বাক্ষরের সাইজ সবেচ্চি 60kb হতে হবে।
গ। যেহেতু Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।
SMS প্রেরণ এবং পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি
Online এ আবেদনপত্র Application Form যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর [Upload করতঃ আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্থাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন।উক্ত Applicant's Copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
আবেদন ফি কত টাকা
Applicant's কপিতে একটি USER ID নম্বর দেয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ও ৮ -এ বর্ণিত পদসমূহের জন্য ১১২/- টাকা এবং ক্রমিক নং ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ -এ বর্ণিত পদের জন্য ৫৬/- টাকা ধার্য্য করা হয়েছে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না” ।
-
প্রথম SMS: BOF<space>USER ID লিখে Send করতে হবে 19222 নম্বরে।
Example: BOF XXXXXX & Send to 16222.এরপর এমন একটি রিপ্লাই আসবে, Reply: Applicant's Name. Tk............... will be charged as application fee. Your PIN is 12345678. To pay the fee Type BOF<space>YES<space>PIN and send to 16222.
-
দ্বিতীয় SMS: BOF<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BOF YES 12345678 & Send to 16222.Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BOF Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and password (XXXXXXXX).
চ। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bof.teletalk.com.bd/ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS -এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ। SMS এ প্রেরিত USER ID এবং PASSWORD ব্যাবহার করে পরবরতীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/ কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী DOWNLOAD পূর্বক রঙ্গিন PRINT করে নিতে হবে। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং PASSWORD পুনরুদ্ধার করতে পারবেন।
-
(১) USER ID জানা থাকলে
BOF<space>HELP<space>USER<space>USER ID & Send to
16222.
Example: BOF HELP USER XXXXXX & Send to 16222. -
(২) PIN NUMBER জানা থাকলে
BOF<space>HELP<space>PIN<space>PIN NO & Send to
16222.
Example: BOF HELP PIN 12345678 & Send to 16222.