নতুন নিয়মে করোনা টিকা সনদ ডাউনলোড করুন। অনেকেই করোনা টিকার দুইটি ডোজ সম্পন্ন করলেও এখনো টিকা সনদ ডাউনলোড করেননি। এছাড়াও বুস্টার ডোজ নেওয়ার পর আবার টিকা সনদ সংগ্রহ করতে পারেন। আজকের পোস্টে আমরা দেখাবো, কীভাবে করোনা টিকা সনদ ডাউনলোড করতে হয়।
এই সনদ ডাউনলোড না করলে সামনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যারা এখনো করোনা টিকা সনদ ডাউনলোড করেননি, তারা দ্রুত ডাউনলোড করুন।
নতুন নিয়মে করোনা টিকা সনদ ডাউনলোড করুন
অনলাইনে করোনার টিকা সনদ ডাউনলোড করার পদ্ধতি খুবই সহজ। আপনি ঘরে বসেই আপনার মোবাইল দিয়ে টিকা সনদ ডাউনলোড করতে পারবেন। জেনে নিন কী কী করণীয় –
টিকা সনদ ডাউনলোড করতে, www.surokkha.gov.bd লিঙ্কে প্রবেশ করুন। হোমপেইজ থেকে, ‘টিকা সনদ সংগ্রহ’ অপশনে ক্লিক করবেন।
‘টিকা সনদ সংগ্রহ’ অপশনে ক্লিক করলে নতুন একটি পেইজ ওপেন হবে। এবার, মেনু থেকে আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন করুন। মানে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি) অপশনগুলোর একটি সিলেক্ট করতে হবে।
*Tips: আপনি যে পরিচয়পত্র দিয়ে করোনা টিকার রেজিট্রেশন করেছিলেন সেটা সিলেক্ট করবেন।
বেশিরভাগ মানুষ জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা নিয়েছেন। তাই, জাতীয় পরিচয়পত্র দিয়ে সনদ ডাউনলোড করার পদ্ধতি দেখানো হলো।
পরিচয়ের ধরণ নির্বাচন করার পর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ(জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) এবং আপনি যে রোবট নন, তা যাচাইয়ের জন্য স্ক্রীনে থাকা কোডটি নিচের বক্সে লিখতে হবে। সব তথ্য দেওয়ার পর ‘যাচাই করুন’ বাটতে ক্লিক করুন।
- আপনার NID নাম্বার লিখুন।
- আপনার জন্ম তারিখ বাছাই করুন।
- স্ক্রীনে থাকা কোডটি লিখে ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করুন।
এরপর দেখবেন, করোনা ভ্যাকসিন কার্ড নিবন্ধনের সময় যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, ওই নাম্বারে এসএমএস এর মাধ্যমে ওটিপি কোড পাঠানো হবে। ওই সংখ্যা পরবর্তী ওটিপি কোড ঘরে লিখুন। এখানে কয়েকটি জিনিস মাথায় রাখবেন–
অনেকের ক্ষেত্রেই ওটিপি আসতে দেরি হয়। তাই ৫ মিনিটের মধ্যে না আসলে পুনরায় চেষ্টা করুন। পাসপোর্ট না থাকলে নিচের ঘরটি খালি রাখুন। আর যদি পাসপোর্ট থাকে তাহলে খুব সাবধানে নিচের ঘরটি পূরণ করুন। যদি পাসপোর্ট ভুল হয় তাহলে আর সংশোধন করতে পারবেন না।
আপনার পাসপোর্ট থাকলে সঠিক পাসপোর্ট নাম্বার লিখুন। পাসপোর্ট না থাকলে ঘরটি খালি রেখে ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন।
যদি পাসপোর্ট না থাকে, তাহলে জানানো হবে, আপনি পাসপোর্ট নাম্বার ছাড়াই টিকা সনদ ডাউনলোড করতে চান কি-না! আপনি ‘হ্যাঁ, করতে চাই’ বাটনে ক্লিক করবেন।
ওটিপি সাবমিট করার পর দেখবেন ‘টিকা সনদপত্র ডাউনলোড’ বাটন আসবে। এখানে ক্লিক করলেই টিকা সনদ ডাউনলোড করা যাবে।
এই ধাপগুলো ফলো করে আপনি মাত্র ২ মিনিটে করোনা টিকা সনদ ডাউনলোড করতে পারবেন। এছাড়াও, বিশেষ প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারবেন।
© মূল লেখা: www.qnabangla.com
করোনা টিকা সংক্রান্ত প্রশ্নোত্তর
অনেকেরই করোনা টিকা সনদ সংগ্রহ ও করোনা টিকা সনদ যাচাই সংক্রান্ত কিছু প্রশ্ন রয়েছে। এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো।
কিভাবে করোনা টিকা সনদ ডাউনলোড করতে পারি?
কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ সম্পন্ন হওয়ার পর https://surokkha.gov.bd ওয়েব পোর্টালে “টিকা সনদ সংগ্রহ” মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে ভ্যাকসিন সনদ সংগ্রহ বা ডাউনলোড করতে পারবেন।
How can I get a vaccine certificate?
After completion of two doses of Covid-19 vaccine, you can collect the vaccine certificate by verifying the national identity card and mobile number from the “Vaccine Certificate Download” menu at the web portal surokkha.gov.bd.
টিকা সনদে পাসপোর্ট নাম্বার লিখতে ভুল করেছি। কি করণীয়?
কিছুই করার নাই। প্রথমবার পাসপোর্ট নাম্বার লিখতে ভুল করলে আর এডিট করা যায় না।
আমি যে নাম্বার দিয়ে টিকা রেজিস্ট্রেশন করেছি সেই সিম হারিয়ে গেছে। এখন কি উপায়?
ঐ নাম্বারটা লাগবেই। কারণ, টিকা সনদ ডাউনলোড করতে নিলে OTP কোড ভেরিফাই করতে হয়। আপনি নিকটস্থ দোকান অথবা কাস্টমার কেয়ার থেকে সিম উঠানোর ব্যবস্থা করুন।
আমি গণটিকা দিয়েছি। কিন্তু সনদ ডাউনলোড করতে পারছি না।
আপনি গণটিকা নেওয়ার আগে যদি অনলাইনে টিকার রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি টিকা সনদ উঠাতে পারবেন। অন্যথায় টিকা সনদ ডাউনলোড করতে পারবেন না। এজন্য আপনার গণটিকার কার্ডটি সযত্নে সংরক্ষণ করে রাখুন। এটিই ভবিষ্যতে আপনার কাজে লাগবে।