জাতীয় বিশ্ববিদ্যালয় চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম। অনার্স ভর্তির রেজাল্ট পাওয়ার পর শিক্ষার্থীদের করণীয় বিষয়গুলো নিয়ে আজকের পোস্ট লেখা হয়ে.
অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম, How to Fill Up NU Honours Admission Form

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম। অনার্স ভর্তির রেজাল্ট পাওয়ার পর শিক্ষার্থীদের করণীয় বিষয়গুলো নিয়ে আজকের পোস্ট লেখা হয়েছে। চলুন দেখে নেই, অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম

অনার্স ভর্তির ফলাফল পাওয়ার পর, প্রথম কাজ হচ্ছে Admission Form পূরণ করা। এরপরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কলেজে ভর্তির ফি দিয়ে অনার্স ভর্তি নিশ্চিত করা।

অ্যাডমিশন ফরম পূরণ এবং ভর্তি ফি না দিলে সংশ্লিষ্ট কলেজের ভর্তি আবেদন ক্যান্সেল হয়ে যাবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই, নিজের বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়ুন।

মনোনীত কলেজের ফরম কিভাবে পূরণ করবো? ভর্তির ফরম পূরণ করার জন্য, আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Honours ট্যাবের Applicant's Login অপশনে গিয়ে ভর্তি রােল নম্বর ও পিন নাম্বার দিয়ে লগিন করে, চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবে। উক্ত ভর্তি ফরম পূরণ করে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নিতে হবে।

How to get NU Honours Admission Result 2022

How to Fill up Honours Admission Form 2022

To fill up honours admission form, you must visit http://app1.nu.edu.bd or https://nu.ac.bd/admissions. Then, you need to click on the Honors Applicant login link. After clicking the applicant login under the Honors tab, you will get the login screen.

Next, enter your admission roll number and PIN number to view the results online. And then, please click on Admission Form to provide required additional information.

কীভাবে অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করবেন?

অনার্সে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির ফরম পূরণ করবেন কীভাবে? অনলাইনে অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে নিম্নোক্ত লিঙ্কে http://www.nu.ac.bd/admissions বা http://app1.nu.edu.bd/ ভিজিট করতে হবে।

  • এরপর উক্ত ওয়েবসাইটের ডানপাশে Honours Tab - এর নিচে থাকা Applicant's Login অপশন দেখতে পারবেন।
  • এরপর Applicant Login -এ গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে লগইন করলেই অনার্স ভর্তি রেজাল্ট পাবেন।
  • রেজাল্টের নিচে দেখবেন এরকম একটি লাইন লেখা থাকবে, Please click on Admission Form to provide required additional information.
  • Admission Form এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে Save Information বাটনে ক্লিক করুন।
  • সবশেষে, আপনার কলেজের নোটিশ অনুযায়ী ভর্তি ফি প্রদান করে ভর্তি নিশ্চিত করুন

অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম

Roll & PIN: অনার্স ভর্তি আবেদন করার পর যে ফরমটি প্রিন্ট করেছিলেন, সে ফরমে আপনার Admission Roll এবং PIN দেওয়া আছে।

অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম

আপনি ভর্তির জন্য মনোনীত হলে, এই রকম একটি পেইজ ওপেন হবে। এরপরে এই তথ্য আপনি দেখতে পারবেন -

Congratulations!
You are assigned [SUBJECT NAME] at [COLLEGE NAME] according to First merit List.

Please click on Admission Form to provide required additional information.

অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম

এবার আপনি Admission Form লিঙ্কে ক্লিক করুন।

অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ

আপনি নিজে অথবা কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। রোল আর পিন দিয়ে লগিন করে Admission Form এ ক্লিক করলে একটি ফরম দেখতে পাবেন। যেখানে কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেওয়া আছে। আর কিছু তথ্য আপনাকে লিখে দিতে হবে।

এখানে, কিছু তথ্য আগে থেকেই দেওয়া থাকবে, যে তথ্যগুলো দেওয়া থাকবে না তা ইংরেজীতে পূরণ করুন।

যেসব তথ্য দেওয়া লাগবে:
  • প্রার্থীর জাতীয়তা
  • প্রার্থীর ধর্ম পরিচয়
  • প্রার্থীর বৈবাহিক অবস্থা
  • অভিভাবকের নাম
  • অভিভাবকের নাম্বার
  • অভিভাবকের বাৎসরিক আয়
অনার্স ভর্তি ফরমে যেসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেওয়া থাকবে।
  • College Code: ফরমে উল্লেখ থাকবে।
  • College Name: ফরমে উল্লেখ থাকবে।
  • Applicant's Name: ফরমে উল্লেখ থাকবে।
  • Subject: ফরমে উল্লেখ থাকবে।
  • Father's Name: ফরমে উল্লেখ থাকবে।
  • Mother's Name: ফরমে উল্লেখ থাকবে।
ভর্তি ফরম পূরণ করতে যেসব তথ্য এন্ট্রি দিতে হবে:
  1. Nationality: আপনার জাতীয়তা সিলেক্ট করবেন। Bangladeshi লিখবেন।
  2. Religion: আপনার ধর্ম সিলেক্ট করবেন।
  3. Martial status: আপনার বৈবাহিক অবস্থার তথ্য দিন। বিয়ে না হলে UnMarried আর বিয়ে হলে Married সিলেক্ট করবেন।
  4. Guardian's Name: আপনার বাবা-মা অথবা আপনার অভিভাবকের নাম লিখুন।
  5. Guardian’s Mobile: উপরের ঘরে যার নাম লিখেছেন তার নাম্বার দিবেন।
  6. Father's/Mother's/Guardian's Annual Income (TK): আপনার বাবা-মা, অথবা যিনি আপনার অভিভাবক তার বাৎসরিক আয়ের পরিমাণ লিখুন (টাকায়)।

  7. Subject Migration: Do you want to change your assigned on your given preference list: আপনি অনার্স ভর্তি বিষয় পরিবর্তন করতে চান না-কি তা এখানে সিলেক্ট করুন। চেঞ্জ করলে চাইলে Yes এবং যদি আপনি সাবজেক্ট পরিবর্তন করতে না চান তাহলে No সিলেক্ট করুন।

  8. Permanent Address: জেলা সিলেক্ট করে, আপনার স্থায়ী ঠিকানা দিন।
  9. Present Address: জেলা সিলেক্ট করে, আপনার বর্তমান ঠিকানা দিন।
  10. তারপর Save Information বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজ থেকে Admission Form টি Download PDF দিয়ে ফাইলটা সেভ করে ২ কপি প্রিন্ট করুন।

সাব্জেক্ট মাইগ্রেশন নিয়ে নিচে বিস্তারিত লেখা আছে।

আরো পড়ুন- কীভাবে অনার্স বিষয় পরিবর্তন বা অনার্স সাবজেক্ট মাইগ্রেশন করতে হয়?

অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম

এখানে, আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা লিখুন। চাইলে এই ফরম্যাট ব্যবহার করতে পারেন: গ্রাম, পোস্ট অফিস, থানা ও জেলার নাম।

অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম

সবশেষে, Save Information বাটনে ক্লিক করুন।

অনার্স চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার নিয়ম

Your application for admission is now pending for the approval from the college authority. Please click on DOWNLOAD PDF to download the Application Form. You must print the PDF and submit it to your college with required documents.

এবার, এই Admission Form-টি ডাউনলোড করে নিন। তারপর প্রিন্ট করে, শিক্ষার্থী এবং অভিভাবকের স্বাক্ষর নিয়ে অন্যান্য কাগজের সাথে কলেজে জমা দিন।

আরো পড়ুন- অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে



সঠিক তথ্যপূর্ণ ভর্তির আবেদন ফরমটি Submit Application অপশনে ক্লিক করলে ভর্তির চুড়ান্ত আবেদন ফরম ডাউনলোড করার অপশন আসবে। ফরমটি ডাউনলােড করে, A4 (8.5”×11) সাইজের অফসেট কাগজে দুই কপি প্রিন্ট নিতে হবে।

আপনি পরবর্তীতে যেকোনো সময়, রােল নম্বর ও পিন কোড দিয়ে একাধিকবার অনার্স চূড়ান্ত ভর্তি ফরমটি ডাউনলোড করতে পারবেন।

অনার্স ভর্তি ফরম পূরণ করতে ক্লিক করুন

আবেদনকারীকে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরমের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫/- (চারশত পঁচাশি) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। চুড়ান্ত ভর্তির আবেদন ফরমের একটি কপি অধ্যক্ষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীকে ফেরত দিবে।

অনার্স ভর্তির ফরম পূরণ করার জন্য সতর্কতা অবলম্বন করুন৷ ফরম পূরণের সময় তথ্যগুলো যেন সঠিকভাবে এন্ট্রি দেওয়া যায় সে বিষয়টি খেয়াল রাখুন। ফরম পূরণ করার পর এর অর্জিনাল প্রিন্ট কপি এবং এর ফটোকপি সংরক্ষণ করুন।

এই ধাপগুলো ফলো করলেই, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চূড়ান্ত ভর্তি ফরম বা NU Admission Form পূরণ করতে পারবেন।

অনার্স ভর্তি হতে কি কি কাগজ লাগে?

  • প্রাথমিক আবেদন ফরম (মূল কপি+ফটোকপি)
  • চূড়ান্ত ভর্তি ফরম (মূল কপি+ফটোকপি)
  • SSC+HSC মার্কশীট (মূল কপি+ফটোকপি)
  • SSC+HSC প্রশংসাপত্র (মূল কপি+ফটোকপি)
  • SSC+HSC রেজিস্ট্রেশন এবং এডমিট কার্ড (ফটোকপি)
  • কোটায় আবেদন করলে তার সত্যায়িত প্রমাণপত্র (সত্যায়িত রঙ্গিন কপি/ফটোকপি)
  • উপরের সকল কাগজের ৩/৪ সেট ফটোকপি

Post a Comment

Commenting rules:

Feel free to ask if you have any queries or doubts regarding this article. Don't try to spam. Our team reviews every comment before publishing