SSC Routine 2022 PDF Download

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৯শে জুন থেকে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ দেখে নিন, SSC Routine 2022 PDF Download

সম্প্রতি সকল শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৯শে জুন থেকে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৬ই জুলাই ২০২২ পর্যন্ত। এসএসসি ব্যবহারিক পরীক্ষার তারিখ ১৩/০৭/২০২২ বুধবার হতে ১৯/০৭/২০২২ মঙ্গলবার পর্যন্ত। সকল পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংশোধিত SSC Routine 2022 দেখতে ক্লিক করুন

সারাদেশে বন্যার পরিস্থিতি বিবেচনা করে, এসএসসি পরীক্ষা ২০২২ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আপডেট জানানো হবে।

এই আর্টিকেলে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীনে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষাবোর্ডের ২০২১ সালের মাধ্যমিক সার্টিফিকেট (SSC) পরীক্ষার সময়সূচি সংক্রান্ত আলোচনা করা হয়েছে। অর্থাৎ, ২০২২ সালের সকল বোর্ডের এসএসসি পরীক্ষার রুটিন এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

আপনার জন্য নির্বাচিতঃ ৯ম-১০ম শ্রেণীর সকল বই ডাউনলোড করুন

এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন ২০২২

এক নজরে এসএসসি পরীক্ষা ২০২২
সর্বশেষ রুটিন প্রকাশ: ১২ই জুন ২০২২
এসএসসি পরীক্ষা ২০২২ শুরু: ১৯শে জুন ২০২২
এসএসসি পরীক্ষা ২০২২ শেষ: ৬ই জুলাই ২০২২
এসএসসি ব্যবহারিক পরীক্ষা ২০২২: ১৩/০৭/২০২২ বুধবার হতে ১৯/০৭/২০২২ মঙ্গলবার পর্যন্ত।
এসএসসি পরীক্ষা শিফট: প্রথম শিফট: সকাল ১০টা থেকে
দ্বিতীয় শিফট: দুপুর ২টা থেকে
এসএসসি পরীক্ষার সময় ২ ঘন্টা
বহুনির্বাচনী ও সৃজনশীল ২০ মিনিট ও ১ ঘন্টা ৪০ মিনিট

Read Also: SSC Syllabus 2022 PDF Download

এসএসসি পরীক্ষা 2022 এর সংশোধিত সময়সূচী

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি পরীক্ষা ২০২২ এর ২৫/০৬/২০২২ তারিখ শনিবার অনুষ্ঠিতব্য ইংরেজি ২য় পত্র (১০৮) বিষয়ের পরীক্ষাটি ২৪/০৬/২০২২ তারিখ শুক্রবার সকাল ১০:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এসএসসি পরীক্ষা 2022 এর সংশোধিত সময়সূচী

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

সকল পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিষয় বিষয় কোড তারিখ ও দিন
১। বাংলা (আবশ্যিক)-১ম পত্র
২। সহজ বাংলা-১ম পত্র
১০১
১০৩
১৯/০৬/২০২২
রবিবার
১। বাংলা (আবশ্যিক)-২য় পত্র
২। সহজ বাংলা-২য় পত্র
১০২
১০৪
২০/০৬/২০২২
সোমবার
ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র ১০৭ ২২/০৬/২০২২
বুধবার
ইংরেজি (আবশ্যিক)-২য় পত্র ১০৮ ২৪/০৬/২০২২
শুক্রবার
গণিত (আবশ্যিক) ১০৯ ২৭/০৬/২০২২
সোমবার
১।গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়)
২। কৃষি শিক্ষা (তত্ত্বীয়)
৩। সঙ্গীত (তত্ত্বীয়)
৪। আরবি
৫। সংস্কৃত
৬। পালি
৭। শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়)
৮। চারু ও কারুকলা (তত্ত্বীয়)
১৫১
১৩৪
১৪৯
১২১
১২৩
১২৪
১৩৩
১৪৮
২৮/০৬/২০২২
মঙ্গলবার
পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
ফিন্যান্স ও ব্যাংকিং
১৩৬
১৫৩
১৫২
৩০/০৬/২০২২
বৃহস্পতিবার
১। রসায়ন (তত্ত্বীয়)
২। পৌরনীতি ও নাগরিকতা
৩। ব্যবসায় উদ্যোগ
১৩৭
১৪০
১৪৩
০২/০৭/২০২২
শনিবার
১। ভূগোল ও পরিবেশ ১১০ ০৩/০৭/২০২২
রবিবার
১। উচ্চতর গণিত (তত্ত্বীয়) ১২৬ ০৪/০৭/২০২২
সোমবার
১। হিসাব বিজ্ঞান ১৪৬ ০৫/০৭/২০২২
মঙ্গলবার
১। জীব বিজ্ঞান (তত্ত্বীয়)
২। অর্থনীতি
১৩৮
১৪১
০৬/০৭/২০২২
বুধবার

SSC Routine 2022 PDF Download

ssc routine 2022 pdf download
ssc routine 2022 pdf download

ডাউনলোড: এসএসসি পরীক্ষা- 2022 এর সংশোধিত সময়সূচি

এসএসসি ব্যবহারিক পরীক্ষার রুটিন ২০২২

বিষয়: সঙ্গীত (১৪৯) সহ অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা।

তারিখ ও দিন: ১৩/০৭/২০২২ বুধবার হতে ১৯/০৭/২০২২ মঙ্গলবার পর্যন্ত। (উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে) এবং ২০/০৭/২০২২ (বুধবার) তারিখের মধ্যে হাতে হাতে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।

সময়: প্রতিদিন সকাল ১০ টা হতে পরীক্ষা শুরু হবে।

স্থান: স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। (যে কেন্দ্র/ভেন্যুতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে।)

মন্তব্য: ১। সঙ্গীত বিষয়ের সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও সনাক্তকারী শিক্ষকসহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল ৯.৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

২। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনোমতেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি

  • পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে ।
  • প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  • প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তস্তীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বনুনির্বানী (১1০) পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল (0৫) /রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট ।
  • পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্তের কমপক্ষে তিনদিন পূর্বে সংথহ করবে ।
  • সকল শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
  • পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের 01৬1২ ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে । কোন অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না।
  • পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামুলক তেত্তীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে ।
  • প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  • কোন পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালযে/শ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
  • পরীক্ষার্থীগণ পরীক্ষায় নন-প্রোথামাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ।
  • কেন্দ্র সচিব ছাড়া অন্য কোন ব্যক্ভি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না ।
  • সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
  • ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে ।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস

দেখুন: ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস

২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড করার পাশাপাশি আপনাদের যদি আরও কোন তথ্য জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত বা প্রশ্ন করতে পারেন। সর্বোপরি, আপনার এসএসসি পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করছি।


এসএসসি পরীক্ষার রুটিন ২০২২

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ সংশোধিত, ২০২২ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, ২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন pdf, এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন ২০২২, এসএসসি রুটিন 2022, এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ pdf, এসএসসি পরীক্ষার রুটিন, এসএসসি পরীক্ষার রুটিন ২০২২, এসএসসি পরীক্ষার সময়সূচি ২০২২, এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ সকল বোর্ড, এসএসসি পরীক্ষার রুটিন 2022, ssc exam routine 2022, ssc routine 2022 pdf download, ssc exam routine 2022 bangladesh, ssc exam routine 2022 dhaka board, ssc routine 2022,ssc 2022 routine jessore board, ssc routine 2022 dinajpur board, ssc routine 2022 chittagong board, ssc exam 2022 routine, ssc 2022 routine jessore board, ssc 2022 routine mymensingh board, ssc exam routine 2022 all board.

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ সংশোধিত, ২০২২ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, ২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন pdf, এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন ২০২২, এসএসসি রুটিন 2022, এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ pdf, এসএসসি পরীক্ষার রুটিন, এসএসসি পরীক্ষার রুটিন ২০২২, এসএসসি পরীক্ষার সময়সূচি ২০২২, এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ সকল বোর্ড, এসএসসি পরীক্ষার রুটিন 2022।

ssc routine 2022 pdf download

ssc exam routine 2022, ssc routine 2022 pdf download, ssc exam routine 2022 bangladesh, ssc exam routine 2022 dhaka board, ssc routine 2022,ssc 2022 routine jessore board, ssc routine 2022 dinajpur board, ssc routine 2022 chittagong board, ssc exam 2022 routine, ssc 2022 routine jessore board, ssc 2022 routine mymensingh board, ssc exam routine 2022 all board.

Post a Comment

Commenting rules:

Feel free to ask if you have any queries or doubts regarding this article. Don't try to spam. Our team reviews every comment before publishing