অনার্স ১ম বর্ষ ভর্তি সংক্রান্ত প্রশ্নোত্তর

অনার্স ১ম বর্ষ ভর্তি সংক্রান্ত প্রশ্নোত্তর

এই আর্টিকেলে, আবেদনকারীদের অনার্স ১ম বর্ষ ভর্তি সংক্রান্ত কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে।

অনার্স ১ম বর্ষের ভর্তি রেজাল্ট প্রকাশ হবে কখন?

২০২১-২২ শিক্ষাবর্ষে, ২০শে জুন ২০২২ তারিখে অনার্স ১ম বর্ষের প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশিত হবে। SMS এবং Online- এর মাধ্যমে এই ফলাফল জানা যাবে।

অনার্স ভর্তি আবেদনের ফলাফল কি স্বয়ংক্রিয়ভাবে (SMS এর মাধ্যমে) জানানো হবে?

না। আপনাকে SMS বা Online যেকোনো পদ্ধতি অনুসরণ করে নিজ থেকে জেনে নিতে হবে।

কত তারিখের মধ্যে অনার্স ভর্তির ফর্ম ফিলাপ করতে হবে

১ম মেধা তালিকায় অগ্রাধিকার পাওয়া শিক্ষার্থীদের ২০শে জুন ২০২২ থেকে ২৮শে জুন ২০২২ এর মধ্যে চূড়ান্ত ভর্তির ফর্ম ফিলাপ করতে হবে।

১ম মেরিট লিস্টে রেজাল্ট না আসলে কি করবো?

১ম মেরিট লিস্ট প্রকাশ করার প্রায় ২০ দিন পর ২য় মেরিট লিস্ট প্রকাশ করা হয়। ১ম মেরিট লিস্টে রেজাল্ট না আসলে ২য় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। এজন্য পুনরায় আবেদন করতে হবে না। কিন্তু, ২য় মেরিট লিস্টেও রেজাল্ট না আসলে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। রিলিজ স্লিপ কি?

অনার্স ভর্তির সময় কিভাবে সাবজেক্ট মাইগ্রেশন অন করবো?

শুধুমাত্র ১ম এবং ২য় মেরিট লিস্টে তালিকাভুক্ত শিক্ষার্থীরা মাইগ্রেশন অন করতে পারবে। মাইগ্রেশন কি? মাইগ্রেশন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

অনার্সে ভর্তি হতে কি কি কাগজ প্রয়োজন?

অনার্স ভর্তি হতে যেসব কাগজের লাগতে পারে।

  • প্রাথমিক আবেদন ফরম (মূল কপি+ফটোকপি)
  • চূড়ান্ত ভর্তি ফরম (মূল কপি+ফটোকপি)
  • SSC+HSC মার্কশীট (মূল কপি+ফটোকপি)
  • SSC+HSC প্রশংসাপত্র (মূল কপি+ফটোকপি)
  • SSC+HSC রেজিস্ট্রেশন এবং এডমিট কার্ড (ফটোকপি)
  • কোটায় আবেদন করলে তার সত্যায়িত প্রমাণপত্র (সত্যায়িত রঙ্গিন কপি/ফটোকপি)
  • উপরের সকল কাগজের ৩/৪ সেট ফটোকপি
কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে?

১ম মেধা তালিকায় অগ্রাধিকার পাওয়া শিক্ষার্থীদের ২১শে জুন ২০২২ থেকে ২৮শে জুন ২০২২ এর মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করে, ২৯শে জুনের মধ্যে ৪৮৫ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠিয়ে ভর্তি নিশ্চিত হতে হবে।

Post a Comment

Commenting rules:

Feel free to ask if you have any queries or doubts regarding this article. Don't try to spam. Our team reviews every comment before publishing