জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। NU 2nd Release Slip Apply 2022 - অনার্স ২য় রিলিজ স্লিপ ২০২২ - এর অনলাইন আবেদন ১১ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
২য় রিলিজ স্লিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এর Prospectus (Honours) অথবা Important Notice for Honours অপশন থেকে জানা যাবে।
বি; দ্র: সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
NU 2nd Release Slip Apply 2022 - অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২২
২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপে অনলাইন আবেদন নিমোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।
অনার্স ২য় রিলিজ স্লিপ ২০২২ | সময়সীমা |
---|---|
২য় রিলিজ স্লিপ আবেদন শুরু | ১১ সেপ্টেম্বর ২০২২ |
২য় রিলিজ স্লিপ আবেদন শেষ | ১৯ সেপ্টেম্বর ২০২২ |
২য় রিলিজ স্লিপ আবেদন ফি | ০৳ |
ভর্তি বিষয়ক ওয়েবসাইট | https://nu.ac.bd/admissions |
২য় রিলিজ স্লিপ আবেদন লিঙ্ক | http://app.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Honours |
২য় রিলিজ স্লিপ হচ্ছে অনার্স ভর্তি কার্যক্রমের সর্বশেষ ভর্তি প্রক্রিয়া। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হওয়ার সুযোগ নাই।
NU 2nd Release Slip Date 2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপ ২০২২ অনলাইন আবেদন ১১ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
কারা ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে?
যে সকল আবেদনকারীরা অনার্স ২য় রিলিজ স্লিপ ২০২২ - এ আবেদন করতে পারবেন,
এই সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ২য় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।
কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
উল্লেখ্য যে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত কোন শিক্ষার্থী ১ম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে, তাকে অবশ্যই ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে।
অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন করার নিয়ম
নিম্নোক্ত নিয়ম অনুযায়ী অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২২ সম্পন্ন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে, অনার্স ২য় রিলিজ স্লিপ ২০২২ অনলাইন আবেদনের সময়সীমা ১১/০৯/২০২২ থেকে ১৯/০৯/২০২২ তারিখ পর্যন্ত চলবে।
NU 2nd Release Slip Apply 2022
অনার্স ২য় রিলিজ স্লিপ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপে অনলাইন আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে
২য় রিলিজ স্লিপে আবেদন করার নিয়ম
২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ ১১/০৯/২০২২ থেকে ১৯/০৯/২০২২ পর্যন্ত।
ক) রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
-
খ) এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক College Selection Option এ গিয়ে যে কোন কলেজ Select করলে এ কলেজে তার ভর্তি যোগ্য (Eligible) বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে। আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তি যোগ্য (Eligible) বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করতে হবে।
গ) আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফরমটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফরমটি আবেদনকৃত কলেজসমূহে জমা দিতে হবে না এবং কোন ফি প্রদান করতে হবে না।
ঘ) সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২২ আগামী ১১/০৯/২০২২ থেকে ১৯/০৯/২০২২ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
২য় রিলিজ স্লিপ সম্পর্কিত প্রশ্ন-উত্তর
২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্স ২য় রিলিজ স্লিপ ভর্তি সম্পর্কিত বেশ কয়েকটি প্রশ্ন-উত্তর নিচে দেওয়া হলো।
কারা ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে?
যারা প্রাথমিক আবেদন করেন নাই, তারা রিলিজে আবেদন করতে পারবেন না।
১) যারা অনার্সে ভর্তির জন্য প্রাথমিক আবেদন করেছে।
২) যারা ১ম মেধা তালিকা, ২য় মেধা তালিকা ও কোটা মেধা তালিকায় স্থান পায়নি।
৩) ১ম ও ২য় মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি।
৪) যারা ১ম রিলিজে চান্স পায়নি।
৫) ১ম রিলিজে চান্স পেয়েও যারা ভর্তি হয়নি।
৬) যারা ইতোমধ্যে ভর্তি হয়েছেন, কিন্তু আবার আবেদন করতে চায়, তারা ভর্তি বাতিল করে আবেদন করতে পারবেন।
কবে থেকে ২য় রিলিজ স্লিপ ২০২২ আবেদন শুরু হবে?
১১ সেপ্টেম্বর ২০২২ বিকাল ০৪:০০ টা থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর ২০২২ রাত ১১:৫৯ টা পর্যন্ত ২য় রিলিজ স্লিপে আবেদন চলবে।
২য় রিলিজ স্লিপে আবেদন করতে কি কি লাগবে?
অনার্সে প্রাথমিক আবেদনের সময় প্রাপ্ত রোল আর পিন নম্বর দিয়ে লগিন করলেই আবেদন করা যাবে।
২য় রিলিজ স্লিপে কিভাবে আবেদন করবো?
নিজে নিজেই ২য় রিলিজ স্লিপে আবেদন করা যায়। কিভাবে আবেদন করবেন তা দেখতে এই লিংকে ক্লিক করুন - https://www.qnabangla.com/2021/11/how-to-apply-for-nu-release-slip.html
এছাড়া আপনি যেকোনো কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে পারেন।
২য় রিলিজ স্লিপে কি আগের কলেজে আবেদন করতে পারবো?
পারবেন। আপনার ইচ্ছা মতো বাংলাদেশের যেকোনো পাঁচটি কলেজে আপনি আবেদন করতে পারবেন। তার মানে, আগের কলেজেও পারবেন।
আপনাকে ৫টি কলেজেই আবেদন করতে হবে। এর মধ্যে যেকোনো একটি কলেজে আপনি চান্স পাবেন। এটাই এ বছরে অনার্সে ভর্তির শেষ সুযোগ।
২য় রিলিজ স্লিপে কোন কোন বিষয় নির্ধারণ করবেন?
অনার্স বিষয় নির্ধারণ নিয়ে আমার লম্বা এক আর্টিকেল আছে। এটা ভালো ভাবে পড়ুন। লিংক: https://www.qnabangla.com/2021/07/nu-honours-subjects-choosing.html
২য় রিলিজ স্লিপে কি বিষয় পরিবর্তন করা যাবে?
না করা যাবে না। আপনি যে বিষয়ে চান্স পাবেন সেটা নিয়েই পড়তে হবে। মাইগ্রেশানের কোনো সুযোগ নাই।
২য় রিলিজ স্লিপে কোন কোন কলেজ সিলেক্ট করবো?
আপনি চাইলেই ৫টি সরকারি কলেজে বা ৫টি বেসরকারি কলেজে অথবা সরকারি-বেসরকারি কলেজ মিলিয়ে আবেদন করতে পারবেন।
আপনাদের কাছে অনুরোধ থাকবে, পয়েন্ট অনুসারে আবেদন করার জন্য। পয়েন্ট ৮.০০ এর নিচে থাকলে সরকারি-বেসরকারি মিলিয়ে আবেদন করবেন। আর ৭.০০ এর নিচে থাকলে বেসরকারি কলেজে আবেদন করাই ভালো।
অনার্সে কোন কলেজে কত সিট আছে কিভাবে জানবো?
আপনি যখন ২য় রিলিজ স্লিপে আবেদন করবেন, তখন কলেজ সিলেক্ট করার অপশনে ক্লিক করে, কোনো কলেজ সিলেক্ট করার পর ঐ কলেজে কোন বিষয়ে কতগুলো সিট ফাঁকা আছে তা আপনার ফোনে/কম্পিউটারে দেখা যাবে।
মানে আপনি চাইলে, নিজেই লগিন করে কলেজ সিলেক্ট করে কোন কলেজে কত সিট আছে তা দেখতে পারবেন।
২য় রিলিজ স্লিপে আবেদনের পর কোনো কাগজপত্র কলেজে জমা দিতে হবে?
না কলেজে জমা দিতে হবে না। শুধু অনলাইন আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। (ভর্তির সময় কাজে লাগতে পারে।)
আবেদন ফরম বা অন্যান্য কাগজপত্র আগের কলেজে জমা দিতে হবে কি-না তা নির্ভর করে, আপনি যে কলেজে আবেদন করছেন তাদের নোটিশের উপর। আপনার কলেজের নোটিশ ফলো করুন। তারা যেভাবে চাইছে সেভাবেই করতে হবে। তারা যদি জমা চায়, তাহলে দিতে হবে। নইলে, ভর্তির সময় জমা দিবেন।
২য় রিলিজ স্লিপে আবেদন করতে কত টাকা লাগবে?
রিলিজ স্লিপে আবেদন করতে টাকা লাগবে না। তবে, দোকান থেকে আবেদন করলে, সেক্ষেত্রে তার সেবা মূল্য আপনাকে দিতে হবে।
২য় রিলিজ স্লিপ আবেদন ভুল হলে কি আবেদন বাতিল করা যাবে?
না! ২য় রিলিজ স্লিপ আবেদন ভুল হলে আবেদন বাতিল করা যাবে না। তাই সতর্কতার সাথে আবেদন করবেন।
২য় রিলিজ স্লিপে চান্স না পেলে কি করনীয়?
বর্তমানে ডিগ্রিতে আবেদন চলছে। চাইলে ডিগ্রিতে ভর্তি হয়ে যেতে পারেন। লিঙ্ক: https://www.qnabangla.com/2021/11/nu-degree-admission-circular.html অথবা, এক বছর অপেক্ষা করে আগামী বছর আবার অনার্সে আবেদন করতে পারেন।
আশা করি, NU 2nd Release Slip Apply 2022 - অনার্স ২য় রিলিজ স্লিপ আবেদন ২০২২ - এই পোস্টের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন। এই পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আমি আশা করি আপনি এই পোস্ট পছন্দ করেছেন। অনুগ্রহ করে এটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
NU Honours Release Slip Result Keywords
2nd release slip result, 2nd release slip application, 2nd release slip result date 2022, honours 2nd release slip 2022, nu 2nd release slip apply, national university 2nd release slip, honours 2nd year release slip 2022, 2nd release slip date 2022, 2nd release slip 2022.
2nd release slip result, 2nd release slip result 2022, 2nd release slip result date, 2nd release slip result date 2022, 2nd release slip result date 2022, 2nd release slip result 2022, 2nd release slip application.
রিলিজ স্লিপ কি | ২য় রিলিজ স্লিপ কবে থেকে শুরু | ২য় রিলিজ স্লিপ কবে থেকে শুরু হবে | অনার্স রিলিজ স্লিপ আবেদন কবে শুরু | ২য় রিলিজ স্লিপ কবে দিবে | রিলিজ স্লিপ আবেদন কবে থেকে শুরু | ২য় রিলিজ স্লিপ কবে দিবে ২০২২ | ২য় রিলিজ স্লিপ আবেদন কবে | ২য় রিলিজ স্লিপ আবেদনের তারিখ ২০২২।