সরকারি ছুটির তালিকা ২০২৫ | ২০২৫ সালের সরকারি ক্যালেন্ডার

২০২৫ সালে সরকারি ‍ছুটি কতদিন? অনেকেই ২০২৫ সালের সরকারি ও বেসরকারি ছুটির তালিকা জানতে চান। জেনে নিন ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা। একই সাথে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রিন্ট করেও রাখতে পারেন।

সরকারি ছুটির তালিকা ২০২৫ | ২০২৫ সালের সরকারি ক্যালেন্ডার

বাংলাদেশে ২০২৫ সালে মোট ২৬ দিন সরকারি ছুটি থাকবে, যার মধ্যে ১২ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি। এ ছুটির মধ্যে বেশ কয়েকটি সাপ্তাহিক ছুটির দিনও অন্তর্ভুক্ত রয়েছে। ছুটির তালিকায় ধর্মীয় ও জাতীয় উৎসবগুলো অন্তর্ভুক্ত রয়েছে, যেমন: স্বাধীনতা দিবস (২৬ মার্চ), বাংলা নববর্ষ (১৪ এপ্রিল), এবং বিজয় দিবস (১৬ ডিসেম্বর)।

সাধারণ ছুটির সঙ্গে রয়েছে ইসলামিক হিজরি ক্যালেন্ডারের ভিত্তিতে নির্ধারিত ঈদুল ফিতর ও ঈদুল আজহা, হিন্দু ধর্মের দুর্গাপূজা ও জন্মাষ্টমী, খ্রিস্টান ধর্মের বড়দিন, এবং বৌদ্ধ ধর্মের বুদ্ধ পূর্ণিমা। ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে, যার মাধ্যমে কর্মচারীরা নিজ নিজ ধর্মের বিশেষ দিনের জন্য অতিরিক্ত তিন দিনের ছুটি নিতে পারবেন।

বিজ্ঞাপন

সরকারি ছুটির তালিকা ২০২৫

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালে মোট ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। ছুটি গত বছর থেকে মোট ৪ দিন বেড়েছে।

সাধারণ ছুটি

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ জুমাতুল বিদা, ৩১ মার্চ ঈদুল ফিতর, ১ মে মে দিবস, ২১ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ৭ জুন ঈদুল আজহা, ১৬ আগস্ট জন্মাষ্টমী, ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

ছুটির তারিখ ছুটির উপলক্ষ্য ছুটির পরিমাণ
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১ দিন
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ১ দিন
২৮ মার্চ জুমাতুল বিদা ১ দিন
৩১ মার্চ *ঈদুল ফিতর ১ দিন
১ মে মে দিবস ১ দিন
২১ মে *বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা) ১ দিন
৭ জুন *ঈদুল আজহা ১ দিন
১৬ আগস্ট জন্মাষ্টমী ১ দিন
৫ সেপ্টেম্বর *ঈদে মিলাদুন্নবী (সা.) ১ দিন
২ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী) ১ দিন
১৬ ডিসেম্বর বিজয় দিবস ১ দিন
২৫ ডিসেম্বর বড়দিন ১ দিন
৫টি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ১২ দিন

নির্বাহী আদেশে ছুটি

১৫ ফেব্রুয়ারি শবে বরাত, ২৮ মার্চ শবে কদর, ২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরে দুই দিনসহ মোট চারদিন, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে ৫ ও ৬ জুন দুই দিন এবং পরে ৮ থেকে ১০ জুনসহ মোট পাঁচ দিন, ৬ জুলাই আশুরা এবং ১ অক্টোবর দুর্গাপূজার মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে

ছুটির তারিখ ছুটির উপলক্ষ্য ছুটির পরিমাণ
১৫ ফেব্রুয়ারি *শবে বরাত ১ দিন
২৮ মার্চ *শবে কদর ১ দিন
২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরে দুই দিনসহ ৪ দিন
১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১ দিন
৫ ও ৬ জুন এবং ৮ থেকে ১০ জুন *ঈদুল আজহার আগে দুই দিন এবং পরে তিন দিনসহ ৫ দিন
৬ জুলাই *আশুরা ১ দিন
১ অক্টোবর দুর্গাপূজার মহানবমীর দিন ১ দিন
৪টি সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ১৪ দিন

ঐচ্ছিক ছুটি

কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নিজ ধর্ম অনুযায়ী ছুটিসমূহকে ঐচ্ছিক ছুটি বলা হয়ে থাকে। ২০২৫ সালে বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ও মুসলিম, খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় অনুসারে ঐচ্ছিক ছুটির তালিকা দেখে নিন।

মুসলিম পর্বের ছুটি

ঐচ্ছিক ছুটির মুসলিম পর্বের মধ্যে রয়েছে- ২৮ ফেব্রুয়ারি শবে মেরাজ, ৩ এপ্রিল ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন, ১১ জুন ঈদুল আজহার পরের চতুর্থ দিন, ২০ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা এবং ৪ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম।

ছুটির তারিখ ছুটির উপলক্ষ্য ছুটির পরিমাণ
২৮ ফেব্রুয়ারি *শবে মেরাজ ১ দিন
৩ এপ্রিল *ঈদুল ফিতরের পরের তৃতীয় দিন ১ দিন
১১ জুন *ঈদুল আজহার পরের চতুর্থ দিন ১ দিন
২০ সেপ্টেম্বর *আখেরি চাহার সোম্বা ১ দিন
৪ অক্টোবর *ফাতেহা-ই-ইয়াজদাহম ১ দিন

হিন্দু পর্বের ছুটি

হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে- ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রী ব্রত, ১৪ মার্চ দোলযাত্রা, ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২১ সেপ্টেম্বর মহালয়া, ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী), ৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৩১ অক্টোবর শ্যামাপূজা।

ছুটির তারিখ ছুটির উপলক্ষ্য ছুটির পরিমাণ
৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা ১ দিন
২৬ ফেব্রুয়ারি শিবরাত্রী ব্রত ১ দিন
১৪ মার্চ দোলযাত্রা ১ দিন
২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ১ দিন
২১ সেপ্টেম্বর মহালয়া ১ দিন
২৯ ও ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা (সপ্তমী ও অষ্টমী) ২ দিন
৬ অক্টোবর লক্ষ্মীপূজা ১ দিন
৩১ অক্টোবর শ্যামাপূজা ১ দিন

খ্রিস্টান পর্বের ছুটি

এছাড়া ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ৫ মার্চ ভস্ম বুধবার, ১৭ এপ্রিল পূণ্য বৃহস্পতিবার, ১৮ এপ্রিল পূণ্য শুক্রবার, ১৯ এপ্রিল পূণ্য শনিবার, ২০ এপ্রিল ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি।

ছুটির তারিখ ছুটির উপলক্ষ্য ছুটির পরিমাণ
১ জানুয়ারি ইংরেজি নববর্ষ ১ দিন
৫ মার্চ ভস্ম বুধবার ১ দিন
১৭ এপ্রিল পূণ্য বৃহস্পতিবার ১ দিন
১৮ এপ্রিল পূণ্য শুক্রবার ১ দিন
১৯ এপ্রিল পূণ্য শনিবার ১ দিন
২০ এপ্রিল ইস্টার সানডে ১ দিন
২৪ ও ২৬ ডিসেম্বর বড়দিন ২ দিন

বৌদ্ধ পর্বের ছুটি

ঐচ্ছিক ছুটির বৌদ্ধ পর্বের মধ্যে রয়েছে- ১১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ১০ ও ১২ মে বুদ্ধ পূর্ণিমা (আগের ও পরের দিন), ৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

ছুটির তারিখ ছুটির উপলক্ষ্য ছুটির পরিমাণ
১১ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ১ দিন
১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি ১ দিন
১০ ও ১২ মে বুদ্ধ পূর্ণিমা ২ দিন
৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা ১ দিন
৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা ১ দিন
৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা(আশ্বিনী পূর্ণিমা) ১ দিন

পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত ঐচ্ছিক ছুটি

এছাড়াও ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে, পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা

২০২৫ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

সরকারি ছুটির তালিকাসহ ২০২৫ সালের ক্যালেন্ডার

বিজ্ঞাপন

সরকারি ছুটির তালিকা ২০২৫ PDF Download

Download the official Bangladesh Government Calendar 2025 with a complete list of holidays. Download the BD Govt Calendar 2025 PDF now!

সরকারি ক্যালেন্ডার ২০২৫ 6.37 MB
Download

কি-ওয়ার্ড: ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা, ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা pdf, সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৫, ২০২৫ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা, ২০২৫ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা pdf, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৫ pdf, ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা pdf, সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৫, ২০২৫ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা, ২০২৫ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা pdf, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৫ pdf, ২০২৫

সূত্র: ২০২৫ খ্রিষ্টাব্দের ছুটির তালিকার প্রজ্ঞাপন

সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন

Post a Comment

Commenting rules:

Feel free to ask if you have any queries or doubts regarding this article. Don't try to spam. Our team reviews every comment before publishing