করোনা টিকা সনদ সংগ্রহ করুন। আপনার পরিচয়পত্রের ধরণ সিলেক্ট করে, পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করে “যাচাই করুন” বাটনে ক্লিক করলে, করোনা টিকা নিবন্ধনের সময় যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই নাম্বারে SMS এর মাধ্যমে একটি OTP কোড পাঠানো হবে, এই OTP কোড যাচাই করে “টিকা সনদপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করলে আপনি করোনা টিকা সনদ সংগ্রহ করতে পারবেন।
চলুন তাহলে দেরি না করে কীভাবে ঘরে বসেই করোনা টিকা সনদ সংগ্রহ করা যায় তা দেখে নেই!
ছবি: করোনা টিকা সনদ সংগ্রহ করুন। |
করোনা টিকা সনদ সংগ্রহ করুন
করোনা টিকার ডোজ সম্পন্ন করার পর, www.surokkha.gov.bd/certificate এই ওয়েবসাইট থেকে অনলাইনে করোনা টিকা সনদ সংগ্রহ করা যায়। গত ২০শে এপ্রিল ২০২১ হতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে টিকা সনদপত্র ডাউনলোড করতে পারছেন।
www surokkha gov bd certificate
আপনি এক ডোজ টিকা নিলেও সুরক্ষা ওয়েবপোর্টাল এবং সুরক্ষা অ্যাপে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
সূচীপত্র
টিকা সনদ সংক্রান্ত তথ্যসমূহ |
---|
|
You may read this: ১৮ বছর বয়সীদের করোনা টিকার নিবন্ধন করুন
টিকা সনদ সংগ্রহ
টিকা সনদ ডাউনলোড করা খুবই সহজ। আপনি ঘরে বসেই, মোবাইল দিয়ে টিকা সনদ ডাউনলোড করতে পারবেন। এখানে সহজভাবে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি।
www.surokkha.gov bd/verify
টিকা সনদ ডাউনলোড করার নিয়ম জানতে পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। বিশেষ করে, পাসপোর্ট নাম্বার অ্যাড করার সময় সাবধানতা অবলম্বন করুন।
surokkha.gov.bd
প্রথমেই আপনার ফোনের বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে www.surokkha.gov.bd লিখে সুরক্ষা ওয়েবসাইটে ভিজিট করুন। ভিজিট করার পর দেখবেন, মূলপাতার ডানপাশে “টিকা সনদ সংগ্রহ” নামে একটি অপশন আছে। এখন, “টিকা সনদ সংগ্রহ” অপশনে ক্লিক করবেন।
আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন করুন
“টিকা সনদ সংগ্রহ” অপশনে ক্লিক করলে নতুন একটি পেইজ ওপেন হবে। এবার, মেনু থেকে “আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন” করুন।
মানে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি) অপশনগুলোর যেকোনো একটি সিলেক্ট করতে হবে।
www.surokkha.gov bd/verify certificate
*Tips: আপনি যে পরিচয়পত্র দিয়ে করোনা টিকার রেজিস্ট্রেশন করেছিলেন সেটা সিলেক্ট করবেন।
প্রয়োজনীয় তথ্য পূরণ করুন
পরিচয়ের ধরণ নির্বাচন করার পর, আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে। অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের নম্বর, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ এবং আপনি যে রোবট নন সেটা ভ্যারিফিকেশনের জন্য স্ক্রিনে থাকা অক্ষর বা নম্বরগুলো নিচে থাকা বক্সে লিখতে হবে।
বেশিরভাগ মানুষ জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা নিয়েছেন। তাই, জাতীয় পরিচয়পত্র দিয়ে সনদ ডাউনলোড করার পদ্ধতি দেখানো হলো।
- আপনার NID নাম্বার লিখুন।
- আপনার জন্ম তারিখ বাছাই করুন।
- স্ক্রীনে থাকা কোডটি লিখে ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করুন।
surokkha gov bd vaccine certificate download
সব তথ্য দেওয়ার পর যাচাই করুন বাটতে ক্লিক করতে হবে।
OTP কোড যাচাই করুন
যাচাই করুন বাটনে ক্লিক করলে, করোনা ভ্যাকসিন কার্ড নিবন্ধনের সময় যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে লিখুন।
OTP কোডটি ঘরে লিখার পর সাবমিট করুন বাটনে ক্লিক করবেন।
পাসপোর্ট নাম্বার দেবেন কি দেবেন না?
OTP কোড লিখার পর নিচে পাসপোর্ট নাম্বার লিখার অপশন আসব। এখন আপনি পাসপোর্ট নাম্বার দেবেন কি দেবেন না?
বিশেষ সতর্কতা:
এখানে কয়েকটি জিনিস মাথায় রাখবেন
- ক) অনেক সময় OTP আসতে দেরী হয়। তাই পাঁচ মিনিটের মধ্যে না আসলে পুনরায় চেষ্টা করুন।
- খ) আপনার পাসপোর্ট না থাকলে নিচের ঘরটি খালি রাখুন।
- গ) আর যদি পাসপোর্ট থাকে তাহলে খুব সাবধানে নিচের ঘরটি পূরণ করুন।
- ঘ) কারণ, যদি পাসপোর্ট ভুল হয় তাহলে আর এডিট করতে পারবেন না।
আপনার যদি পাসপোর্ট থাকে, তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে সাবমিট করুন বাটনে ক্লিক করবেন। যদি পাসপোর্ট নাম্বার মনে না থাকে তাহলে পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন।
সতর্কতা: আপনি যদি পাসপোর্ট নম্বর টাইপ করতে ভুল করেন, তাহলে অনলাইনে পাসপোর্ট নম্বর ঠিক করতে পারবেন না! তবে, টিকা সনদে পাসপোর্ট নাম্বার লিখতে ভুল করলে, আপনি উপজেলা বা জেলা পরিষদে গিয়ে আবেদন করে পাসপোর্ট নাম্বার সংশোধন করতে পারবেন।
আপনার যদি পাসপোর্ট না থাকে, তাহলে সাবমিট করুন বাটনে ক্লিক করার পর এমন একটি পেইজ সামনে আসবে। এখানে আপনাকে জানানো হবে যে আপনি পাসপোর্ট নাম্বার ছাড়াই টিকা সনদ ডাউনলোড করতে চান কি-না! আপনি হ্যাঁ, করতে চাই বাটনে ক্লিক করবেন।
টিকা সনদপত্র ডাউনলোড
OTP কোড এবং পাসপোর্ট নাম্বার সাবমিট করার পর দেখবেন টিকা সনদপত্র ডাউনলোড বাটন আসবে। এখানে ক্লিক করলেই টিকা সনদ সংগ্রহ বা টিকা সনদ ডাউনলোড করা যাবে।
আপনি এই পদ্ধতিগুলো ফলো করে, সহজেই টিকা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপনার মোবাইল বা কম্পিউটারে টিকা সনদ সেইভ করে রাখবেন। যাতে পরবর্তীতে যেকোনো প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারেন।
© www.qnabangla.com
জন্মসনদ ও পাসপোর্ট দিয়ে টিকা সনদ ডাউনলোড
-
জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা সনদ সংগ্রহ
যারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে করোনা টিকা নিয়েছেন, তারা টিকা সনদ সংগ্রহ করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। জন্মসনদ দিয়ে করোনা টিকা সনদ সংগ্রহ করতে চাইলে www.surokkha.gov.bd/certificate/birth-registration এই লিঙ্কে প্রবেশ করে, আপনার জন্মসনদ নম্বর ও জন্ম তারিখ (জন্মসনদ অনুযায়ী) প্রদান করে টিকা সনদ সংগ্রহ করতে পারবেন। https://surokkha.gov.bd/certificate/birth-registration?s=1
-
পাসপোর্ট দিয়ে করোনা টিকা সনদ সংগ্রহ
যারা পাসপোর্ট দিয়ে করোনা টিকা নিয়েছেন, তারা করোনা টিকা সনদ সংগ্রহ করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। পাসপোর্টধারী বাংলাদেশি এবং বিদেশি নাগরিকদের ক্ষেত্রে www.surokkha.gov.bd/certificate/foreigners?s=1 এই লিঙ্কে প্রবেশ করে, পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ (পাসপোর্ট অনুযায়ী) প্রদান করে টিকা সনদ সংগ্রহ করা যাবে। https://surokkha.gov.bd/certificate/foreigners?s=1
করোনা টিকা সনদ ডাউনলোড ভিডিও
আপনি চাইলে করোনা টিকা সনদ ডাউনলোড করার ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন। অনলাইনে করোনা টিকা সনদ সংগ্রহ করতে নিচের এই ভিডিওটি দেখুন।
ভিডিওটি লোড হচ্ছে, এক সেকেন্ড অপেক্ষা করে প্লে করুন।
- করোনা টিকা সনদ সংগ্রহ করুন
- নতুন নিয়মে করোনা টিকা সনদ ডাউনলোড করুন
- How to Download Corona Vaccine Certificate 2022
- করোনা টিকা কার্ড সংগ্রহ
- How to Download Corona Vaccine Card 2022
- Blank Corona Vaccine Card Download
- করোনা টিকা নিবন্ধন করার নিয়ম
- জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন করুন
- How to Register for Corona Vaccine in Bangladesh
এক নজরে টিকা সনদ ডাউনলোড করার নিয়ম
চলুন দেখে নেই, কিভাবে করোনা টিকা সনদ ডাউনলোড করতে হয়। এজন্য আপনাকে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে–
- https://www.surokkha.gov.bd – এই ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর টিকা সনদ সংগ্রহ অপশনে ক্লিক করতে হবে।
- মেনু থেকে আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন করুন।
- এবার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি) অপশন সিলেক্ট করতে হবে।
- আপনার আপনার পরিচয়পত্রের ধরণ অনুযায়ী পরিচয়পত্র নাম্বার ও জন্মতারিখ লিখতে হবে। যেমন: জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা রেজিস্ট্রেশন করলে, জাতীয় পরিচয়পত্র ও জন্মতারিখ লিখতে হবে।***
- OTP কোড যাচাই করে, মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে।
- পাসপোর্ট থাকলে সঠিক পাসপোর্ট নাম্বার দিতে হবে।
- পাসপোর্ট না থাকলে পাসপোর্ট নাম্বার ঘরটি খালি রেখে সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে। এরপর, হ্যাঁ করতে চাই বাটনে ক্লিক করতে হবে।
- উপরের ধাপগুলো ফলো করলে টিকা সনদ ডাউনলোড করতে পারবেন।
করোনা টিকা সনদ সংগ্রহ প্রশ্নোত্তর
অনেকেই করোনা টিকা সনদ সংগ্রহ করতে গিয়ে নানা ঝামেলায় পড়ে যান। তাই, এখানে টিকা সনদ সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো।
করোনা ভ্যাকসিন সনদ কিভাবে পেতে পারি?
কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ সম্পন্ন হওয়ার পর https://surokkha.gov.bd ওয়েব পোর্টালে "টিকা সনদ সংগ্রহ" মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক ভ্যাকসিন সনদ সংগ্রহ করতে পারবেন।
টিকা সনদে পাসপোর্ট নাম্বার লিখতে ভুল করেছি। কি করণীয়?
প্রথমদিকে, টিকা সনদে পাসপোর্ট নাম্বার লিখতে ভুল করলে আর সংশোধন করা যেতো না। বর্তমানে, আপনি উপজেলা বা জেলা পরিষদে গিয়ে আবেদন করে পাসপোর্ট নাম্বার সংশোধন করতে পারবেন।
আমি যে নাম্বার দিয়ে টিকা রেজিস্ট্রেশন করেছি সেই সিম হারিয়ে গেছে। এখন কি উপায়?
ঐ নাম্বারটা লাগবেই। কারণ, টিকা সনদ ডাউনলোড করতে নিলে OTP কোড ভেরিফাই করতে হয়। আপনি নিকটস্থ দোকান অথবা কাস্টমার কেয়ার থেকে সিম উঠানোর ব্যবস্থা করুন।
আমি গণটিকা দিয়েছি। কিন্তু সনদ ডাউনলোড করতে পারছি না।
আপনি গণটিকা নেওয়ার আগে যদি অনলাইনে টিকার রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি টিকা সনদ উঠাতে পারবেন। অন্যথায় টিকা সনদ ডাউনলোড করতে পারবেন না। এজন্য আপনার গণটিকার কার্ডটি সযত্নে সংরক্ষণ করে রাখুন। এটিই ভবিষ্যতে আপনার কাজে লাগবে।