টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২২

দেশ সেরা কলরেট এবং সাশ্রয়ী ডাটা প্যাক নিয়ে ঢেলে সাজানো হয়েছে টেলিটক বর্ণমালা প্যাকেজ। ২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই সিমটি..
Teletalk Bornomala Sim Registration 2021, টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২২, টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২১, টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন 2022, টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন 2021

আমাদের দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর ‘টেলিটক’ গত কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের বিশেষ সুবিধা ও বিশেষ নম্বর সম্বলিত প্যাকেজ ‘টেলিটক আগামী’ দিয়ে আসছে।

বিশেষ সুবিধা সম্বলিত এই সিমটি এতদিন শুধু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেয়ে থাকলেও এবার এসএসসি উত্তীর্ণ যেকোনো ছাত্র-ছাত্রীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ এনেছে টেলিটক। যার নাম – ‘টেলিটক বর্ণমালা’।

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২২

Teletalk Bornomala Sim Registration: দেশ সেরা কলরেট এবং সাশ্রয়ী ডাটা প্যাক নিয়ে ঢেলে সাজানো হয়েছে টেলিটক বর্ণমালা প্যাকেজ। ২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই সিমটি টেলিটক সরবরাহ করছে। একজন উত্তীর্ণ পরীক্ষার্থী একটি সিম সংগ্রহ করতে পারবে।

Teletalk Bornomala Sim Registration, টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২১

টেলিটক বর্ণমালা

Teletalk Bornomala

Teletalk Bornomala: কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ। বিস্তারিত দেখুন – https://www.teletalk.com.bd/bn/voice/prepaid/bornomala

টেলিটক বর্ণমালা সিমের সুবিধা

Facilities of Teletalk Bornomala: বর্ণমালা সিমে অনেকগুলো সুযোগ-সুবিধা আছে। চলুন তাহলে এক নজরে দেখে নেই বর্ণমালা সিমটিতে কি কি সুবিধা রয়েছে।

ফিচার | Features

Teletalk Bornomala Pulse Rate teletalk bornomala internet offer

Teletalk Bornomala Call Rate 2022

টেলিটক বর্ণমালা সিমের অফার: ৪৫ পয়সা/মিনিট স্পেশাল কলরেটসহ ১ সেকেন্ড পালস কলরেট পাওয়া যাবে এই সিমটিতে। এছাড়াও এসএমএস প্রতি ৩০ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

  • এফএনএফ প্রযোজ্য নয়।
  • ৪৫ পয়সা/মিনিট (২৪ ঘন্টা)
  • পালস্: ১ সেকেন্ড।
  • এসএমএস: ২৫ পয়সা (যেকোন অপারেটর)।
Particular Minute/Rate Pulse
Voice call rate (on net) 0.45 Taka 1 second
Voice call rate (off-net) 0.45 Taka 1 second
Video call rate (on-net) 0.45 Taka 1 second

মজার ব্যাপার হচ্ছে, টেলিটক বর্ণমালায় আপনি আপনার চাহিদা অনুযায়ী যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করতে পারেন। রিচার্জের কারণে আপনার কলরেটের কোনো পরিবর্তন হবে না।

Teletalk Bornomala Internet Offer 2022

বর্ণমালা সিমের ইন্টারনেট অফার: টেলিটক বর্ণমালা তার গ্রাহকদের জন্য খুব কম দামে ডেটা প্যাক প্রকাশ করেছে। তার মানে আপনি সাশ্রয়ী কলরেট এবং ইন্টারনেট অফার উপভোগ করবেন। এখানে, আমরা টেবিল আকারে টেলিটক বর্ণমালা ইন্টারনেট অফার সাজিয়েছি। টেলিটক বর্ণমালা ইন্টারনেট প্যাক দেখুন:

  • ১জিবি ২৪ টাকা (৭ দিন)
  • ১ জিবি ৪৬ টাকা (৩০ দিন)
  • ২ জিবি ৮৩ টাকা (৩০ দিন)
  • ৩ জিবি ৬২ টাকা (১০ দিন)
  • ৫ জিবি ৯৬ টাকা (১৫ দিন)
  • ১০ জিবি ১৮৬টাকা (৩০ দিন)
Teletalk Bornomala Internet Offer Activation Code Price Validity
1 GB *111*611# 24 Tk 7 Days
1 GB *111*612# 46 Tk 30 Days
2 GB *111*613# 83 Tk 30 Days
3 GB *111*614# 62 Tk 10 Days
5 GB *111*615# 96 Tk 15 Days
10 GB *111*616# 186 Tk 30 Days

Source: https://www.teletalk.com.bd/bn/internet/bornomala-data-packs

Terms & Conditions:

  • Customers of Teletalk Bornomala SIM can only enjoy this Teletalk Bornomala Internet offer.
  • Just dial *152# if you want to check internet balance.
  • You can purchase this internet offer multiple times.
  • Including all the price VAT, SD.

Teletalk Bornomala Tariff/Charges

However, Teletalk Bornomala offers excellent call rate service for users. This package is only applied to a student at a lower cost. So, if you are a student and a customer of Teletalk Bornomala SIM, you must take a look at the list below.

Particulars Rate / Min Pulse
Voice call rate

On-net

tk. 0.45 1 Sec

Off-net

tk. 0.45
Video call rate

On-net

tk. 0.45

SMS
On-net tk. 0.30
Off-net tk. 0.30
Recharge bonus
For tk.30 recharge, get voice-30min (on-net), data-60MB and SMS-30(on-net) (validity 3 days)

VAT, SD & Surcharge applicable on all tariffs

যে কারণে কিনতে পারেন বর্ণমালা সিম

  • বর্ণমালা সিমের মূল্য: ১০০টাকা।
  • কলরেট: ৪৫ পয়সা/মিনিট। (যেকোনো অপারেটরে)
  • ভিডিও কলরেট: ৪৫ পয়সা/মিনিট।
  • এসএমএস: ৩০ পয়সা/এসএমএস।
  • ১ সেকেন্ড পালস্।
  • সিম অ্যাক্টিভেশনের পর প্রথম ৫০ টাকা রিচার্জে, ৫০ মিনিট ভয়েস, ৫০ SMS ও ৫ GB ডাটা একদম ফ্রি পাবেন! (মেয়াদ ৩০দিন) (অফারটি একবারই নেওয়া যাবে। মিনিট এবং এসএমএস যেকোনো অপারেটরে ব্যবহার করা যাবে এবং ৫০ টাকা মূল অ্যাকাউন্টে যোগ হবে।)
  • এছাড়াও ৩০ টাকা রিচার্জে, ৩০ মিনিট ভয়েস, ৩০ SMS ও ৬০ MB ডাটা ফ্রি পাবেন! (মেয়াদ ৩দিন) (অফারটি যতবার খুশি নেওয়া যাবে। মিনিট এবং এসএমএস শুধুমাত্র টেলিটকে ব্যবহার করা যাবে এবং ৩০ টাকা মূল অ্যাকাউন্টে যোগ হবে।)

আপনার জন্য নির্বাচিত: অফার মেসেজ বন্ধ করার নিয়ম


Bornomala SIM Registration System

এসএমএস এবং অনলাইন আবেদনের মাধ্যমে আপনি সিমটি নিতে পারেন।

Teletalk Bornomala SMS Registration

এসএমএস এর মাধ্যমে যেভাবে বর্ণমালা সিমের জন্য আবেদন করবেন। SMS Registration:
Write BOR [space] SSC_Board(first 3 letters) [space] SSC_Roll [space] SSC_Passing_Year [space] SSC_registration_no.[space] contact_No(Any operator) [space]CC_Code(Optional) and send to 16222 from any Teletalk prepaid number.
Example: BOR DHA 123467 2020 34233402 015******** 101
  • উল্লেখ্য বিষয় এই যে, এই এসএমএস প্রক্রিয়াটি যেকোনো টেলিটক সিমের মাধ্যমে করতে হবে। (চার্জ প্রযোজ্য ২.৪৪টাকা।)
  • Write BOR [space] SSC_Board(first 3 letters) [space] SSC_Roll [space] SSC_Passing_Year [space] SSC_registration_no.[space] contact_No(Any operator) [space]CC_Code(Optional) and send to 16222 from any Teletalk prepaid number.

    Example: BOR DHA 123456 2020 12345678 015******** 101

    N.B: After successful registration, You will get an ID and OTP. You can buy Bornomala SIM from any Teletalk Customer Care showing this ID, OTP and NID no.

  • ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
    BOR (space) শিক্ষাবোর্ড (প্রথম ৩ অক্ষর)(space) এসএসসি রোল নং (space) পাসের সন (space) এসএসসি রেজিষ্ট্রেশন নং (space) আপনার নাম্বার(যেকোনো অপারেটর)(space)কাস্টমার কেয়ার কোড (অপশনাল) এবং 16222 নাম্বারে পাঠিয়ে দিন।
      উদাহরণঃ BOR DHA 12098 2018 1419225 015XXXXXXXX 101 এবং 16222 নাম্বারে পাঠিয়ে দিন।
বোর্ড লিস্ট:
education board short name

আবেদন করার পর Confirmation Message আসবে। যা কারো সাথে শেয়ার করবেন না
Please collect "Bornomala" SIM within 07 days from “XXXXXXXXX customer care/ any Teletalk Customer Care excluding Govt. holiday. Please bring National ID, Photo-2 nos. Id no: XXXXXXXX and OTP no.: XXXXXX.

টেলিটক কাস্টমার কেয়ার কোড: কাস্টমার কেয়ার কোড জানতে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন। http://bornomala.teletalk.com.bd/doc/CC_Code.pdf

মনে রাখবেন, আপনার আইডি এবং ওটিপি’র মাধ্যমে অন্যকেউ সিম তুলে ফেলতে পারবে।

Teletalk Bornomala Online Registration

অনলাইনে আবেদনের জন্য (http://bornomala.teletalk.com.bd/application.php) এই ওয়েবসাইট ভিজিট করুন। প্রয়োজনে এখানে ক্লিক করুন। এরপর, আপনার তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করুন।

কী কী তথ্য লাগবে বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করতে?

আপনার নাম, আপনার এসএসসি বোর্ড, পাসের সন, এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, নিকটস্থ কাস্টমার কেয়ারের ঠিকানা, একটি সচল মোবাইল নাম্বার এবং আপনার ইমেইল অ্যাড্রেস।

teletalk bornomala sim online application , Teletalk Bornomala Online Registration

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আপনার মোবাইলে 01550-155555 নাম্বার থেকে নিম্নোক্ত ম্যাসেজ আসবে:

YOUR NAME, SSC Board: Dhaka, Roll: XXXXXX, Year: XXXX. Id no: XXXXXXXXXXXXX and OTP no.: XXXXXX. Thanks for your interest.

টেলিটক বর্ণমালা আবেদন পরবর্তী করণীয়

সফলভাবে আবেদন সম্পন্ন হলে, আপনি সিম উঠানোর জন্য এসএমএস পাবেন। এই এসএমএসে আপনাকে একটি ID নাম্বার এবং OTP কোড দেওয়া হবে। উক্ত এসএমএস দিয়ে আপনি যেকোনো সময় যেকোনো টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিমটি উত্তোলন করতে পারবেন। উল্লেখ্য, আপনার যদি NID কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার অভিভাবকের NID কার্ড ব্যবহার করে টেলিটক বর্ণমালা সিমটি উত্তোলন করতে পারবেন।

সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবে

    👉 টেলিটক কর্তৃক সিম উত্তোলনের ম্যাসেজ। (ভেরিফাই করার জন্য দেখতে চাইবে।)
    👉 যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার ২ কপি ছবি। (বর্তমানে প্রয়োজন হয় না।)
    👉 যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার NID এর ফটোকপি। (লাগবেই ভাই)
    👉 যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য স্ব-শরীরে আসতে হবে।

সিম ওঠানোর আগে যা যা খেয়াল রাখবেন

  • মনে রাখবেন, আপনার আইডি এবং ওটিপি’র মাধ্যমে অন্যকেউ সিম তুলে ফেলতে পারবে।
  • টেলিটক বর্ণমালা প্যাকেজে নাম্বার চয়েস করার অপশন নেই
  • সরকারি ছুটির দিন বাদে, অনুগ্রহ করে অ্যাপ্লিকেশন করার ০৭ কর্মদিবসের মধ্যে সিমটি সংগ্রহ করবেন। সিম উত্তোলনের সময় সাথে আপনার জাতীয় পরিচয় পত্র, ২কপি পাসপোর্ট সাইজ ছবি, ID: XXXXXXXX এবং OTP: XXXXXX নিয়ে আসবেন। অর্থাৎ, ম্যাসেজটি সংরক্ষণ করবেন।
  • জাতীয় পরিচয় পত্র নেই? যদি আপনি ভোটার নিবন্ধনের জন্য ছবি তুলে থাকেন, তবে অনলাইন কপি উত্তোলনের মাধ্যমে অথবা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে সিমটি তুলতে পারবেন। সেক্ষেত্রে তার জাতীয় পরিচয় পত্র এবং ২কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
  • আমার জানামতে, বর্তমানে জাতীয় পরিচয়পত্র এবং ছবির প্রয়োজন হয় না। কেননা! এখন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করা হয়। তবুও সাথে রাখতে হবে।

ভাবতে পারেন টেলিটকের নেটওয়ার্কই পাওয়া যায় না। এই সিম নিয়ে কি করবো? আমি বলবো, যদি ততটা ভরসা না পান তবে সেকেন্ডারি সিম হিসেবে টেলিটক দুর্দান্ত। আমরা ব্যবহার করতে থাকলে গ্রাহকসেবা বাড়াতে আগ্রহী হবে টেলিটক। টেলিটক ব্যবহার করুন। দেশের টাকা দেশে রাখুন

Teletalk App for Android

MyTeletalk অ্যাপ ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন- https://play.google.com/store/apps/details?id=teletalk.teletalkcustomerapp

উপসংহার

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও, যেকোন ধরনের প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করুন। আমরা খুব দ্রুত আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

এই পোস্টের মতো বিভিন্ন বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

This content is protected by DMCA. So don't try to copy this post and reproduction in any way is strictly forbidden! Otherwise, legal action will be taken. Source: www.qnabangla.com

Post a Comment

Commenting rules:

Feel free to ask if you have any queries or doubts regarding this article. Don't try to spam. Our team reviews every comment before publishing