করোনা টিকা নিবন্ধনের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়
|
শিক্ষার্থীদের জন্য করোনার টিকা রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ৯ই জুলাই, ২০২১ (রোজ: শুক্রবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-19 টিকা সংক্রান্ত অফিস আদেশ জারি করে একটি নোটিশ প্রদান করে।
করোনা টিকা নিবন্ধনের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ১২ই জুলাই ২০২১ এর মধ্যে করোনা ভ্যাক্সিন নেওয়ার জন্য একটি তথ্যছক(ফরম) পূরণ করতে বলা হয়।
কিন্তু আজ (১২ই জুলাই ২০২১) সারাদিন সার্ভার ডাউন থাকায় ফরম পূরণ করতে পারে নি শিক্ষার্থীরা। অতি অল্প সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী একসাথে সার্ভারে প্রবেশ করার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার ডাউন হয়ে যায়।
১২ই জুলাই রাতে ভ্যাক্সিন নিবন্ধনের ওয়েবসাইটে প্রবেশ করলে, নিম্নোক্ত বিজ্ঞপ্তি পাওয়া যায়।
ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল
কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-19 টিকা গ্রহণ সংক্রান্ত
তথ্যাবলী সংগ্রহের নিমিত্তে বর্ণিত লিংক
http://103.113.200.29/student_covidinfo/
-এ প্রদত্ত ছক পূরণ করার জন্য আগামী 19শে জুলাই 2021 পর্যন্ত বৃদ্ধি করা
হয়েছে।
Website Coming Soon!!
অর্থাৎ, আগামী ১৯ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন দেখতে এখানে ক্লিক করুন।
NU Students Vaccine Registraion Video Tutorial
আপনি এই আর্টিকেলটির মাধ্যমে উপকৃত হলে অনুগ্রহ পূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
Join the conversation
Feel free to ask if you have any queries or doubts regarding this article. Don't try to spam. Our team reviews every comment before publishing