জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি যোগ্যতা ২০২১-২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। এই আর্টিকেলে কোন সালে SSC ও HSC দিলে এবং কত পয়েন্ট থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা যায় তা জানার চেষ্টা করবো। অর্থাৎ, আজ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা সম্পর্কে জানবো।

এর মাধ্যমে, http://app1.nu.edu.bd/ এই ওয়েবসাইট থেকে কীভাবে আমাদের ভর্তির যোগ্যতা অনুসারে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি হতে পারবো তা পরিষ্কার হয়ে যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি যোগ্যতা ২০২১-২০২২
⚠ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২২ মে ২০২২ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৯ জুন ২০২২ তারিখ পর্যন্ত চলবে।
| এক নজরে অনার্স ভর্তি ২০২২ |
|---|
|
| অনার্স ১ম বর্ষের ভর্তির আবেদন করার নিয়ম |
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির জন্য যেভাবে আবেদন করবেন

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি আবেদনের যোগ্যতা
এক নজরে দেখে নিন, কারা কারা ২০২১-২০২২ শিক্ষাবছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।
- ২০১৮/২০১৯ সালে পাশ করা এসএসসি পরিক্ষার্থীরা আবেদন করতে পারবে। (SSC ও সমমান)
- ২০২০/২০২১ সালে পাশ করা এইচএসসি পরিক্ষার্থীরা আবেদন করতে পারবে। (HSC ও সমমান)
-
মানবিক শাখা বা আর্টসের আবেদনকারীর SSC-তে GPA 3.5 ও HSC-তে GPA 3.0
মিলিয়ে মোট GPA 6.50 পয়েন্ট থাকতে হবে।
-
SSCতে
GPA 3.5 পয়েন্ট
থাকতে হবে।
-
HSCতে
GPA 3.0 পয়েন্ট
থাকতে হবে। (অপশনাল সাবজেক্টসহ)
-
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা বা
সায়েন্স আর কমার্সের আবেদনকারীর SSC-তে GPA 3.5 ও HSC-তে GPA 3.5
মিলিয়ে মোট GPA 7.00 পয়েন্ট থাকতে হবে।
-
SSCতে
GPA 3.5 পয়েন্ট
থাকতে হবে।
-
HSCতে
GPA 3.5 পয়েন্ট
থাকতে হবে। (অপশনাল সাবজেক্টসহ)
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
সহজ ভাষায় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
| বিভাগ | এসএসসি ২০১৮/২০১৯ | এইচএসসি ২০২০/২০২১ | মোট জিপিএ |
|---|---|---|---|
| বিজ্ঞান | 3.50 | 3.50 | 7.00 |
| ব্যবসায় শিক্ষা | 3.50 | 3.50 | 7.00 |
| মানবিক | 3.50 | 3.00 | 6.50 |
অনার্সে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে
-
২০২১-২২ সেশনে ভর্তির জন্য আবেদনের যোগ্যতা:
-
এসএসসি পাশের সন: ২০১৮ এবং ২০১৯ সাল
-
এইচএসসি পাসের সন:২০২০ এবং ২০২১ সাল
-
মানবিক শাখার জন্য:
-
এসএসসি: ৩.৫০
-
এইচএসসি: ৩.০০
-
সাইন্স এবং কমার্স:
-
এসএসসি: ৩.৫০
-
এইচএসসি: ৩.৫০
উল্লেখিত পাসের সন এবং জিপিএ না থাকলে আপনি আবেদন করতে পারবেন না।
অনার্স আবেদন করতে কত পয়েন্ট লাগে?
২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মানবিক/বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা শাখা থেকে ভর্তির সাধারণ শর্তাবলীগুলো হচ্ছে:
- বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৯/২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং ২০২০/২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫ ও ৩.০০ (আর্টস) প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
- বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং ২০২০/২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
- প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যােগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।
| পরীক্ষার নাম | পাশের সন | ন্যূনতম জিপিএ |
|---|---|---|
| এস.এস.সি / সমমান | ২০১৮/২০১৯ |
জিপিএ ৩.৫০ (আর্টস) জিপিএ ৩.৫০ (বিজ্ঞান & ব্যবসায় শিক্ষা) |
| এইচ.এস.সি / সমমান | ২০২০/২০২১ |
জিপিএ ৩.০০ (আর্টস) জিপিএ ৩.৫০ (অন্যান্য সকল বিভাগ) *চতুর্থ বিষয়সহ |
|
এইচএসসি সমমান ১.ভোকেশনাল ২.বিজনেস ম্যানেজমেন্ট ৩.ডিপ্লোমা ইন-কমার্স |
২০২০/২০২১ | জিপিএ ৩.৫০ |
অনার্স ভর্তি যোগ্যতা ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স বিষয় নির্ধারণ ২০২১-২০২২
অনার্স ভর্তি নির্দেশনা ২০২২
Join the conversation
Feel free to ask if you have any queries or doubts regarding this article. Don't try to spam. Our team reviews every comment before publishing